কলকাতা ব্যুরো: কমেডিয়ান ভারতী সিংকে গাজা সমেত বাড়ি থেকে গ্রেফতার করলো নারকটিকস কন্ট্রোল ব্যুরো। তার সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে ভারতীর স্বামী হরস লিম্বাচিয়াকে। ধৃতদের বাড়ি থেকে ৮৬ গ্রাম গাজা উদ্ধার করেছে এনসিবি।
শনিবার সকাল থেকে এনসিবি তল্লাশি চালায় মুম্বাইয়ের বেশকিছু এলাকায়। সেই সূত্রেই ভারতীর বাড়িতেও তল্লাশি চলে। তল্লাশি হয় তার অফিসেও। সেখান থেকেই গাঁজা উদ্ধার হয়। গাঁজা সেবনের কথা স্বীকার করেছে বলে দাবি এনসিবির।
যদিও যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে ধৃতদের থেকে, তা বাণিজ্যিক মূল্যের আওতায় পড়ে না। তাই ভারতীর জামিন পেয়ে যাবার যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন আইনজীবীরা।
সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে মাদকচক্র যোগে এর আগে বেশ কয়েকজন বলিউডের প্রভাবশালীকে গ্রেপ্তার করেছিল এনসিবি। ভারতী সেই তালিকায় নবতম সংযোজন।

Share.
Leave A Reply

Exit mobile version