কলকাতা ব্যুরো: স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ছাত্র-ছাত্রীদের অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক স্তরের প্রথম বর্ষে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত। মেধাতালিকা প্রকাশ করা হবে ১৬ অগস্ট-এর মধ্যে। এরপর কলেজে ভর্তির প্রক্রিয়া চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।
স্নাতকোত্তর কোর্সে পড়ুয়া ভর্তির আগে বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরের ফল প্রকাশ করতে হবে ৩১ অগস্টের মধ্যে। আর ফল প্রকাশের পরই ৩১ অগস্ট থেকে শুরু হবে স্নাতকোত্তর বিভাগে ভর্তির প্রক্রিয়া। অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
২০ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করা হবে। ২১ অক্টোবরের মধ্যে ভর্তি সম্পূর্ণ হবে। ১ নভেম্বর থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরু হবে। গত বছরের মত এবারও আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না আবেদনকারী পড়ুয়াকে। এমনকি আগের মতই কলেজে গিয়ে কাগজপত্রও ভেরিফাই করতে হবে না। ভর্তির পর আসন ফাঁকা থাকলে সেখানে মেধাতালিকায় শেষের দিকে থাকা পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবেন। নির্দেশ দেওয়া হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়াশোনার সময় মেনে চলতে হবে করোনা বিধি।