এক নজরে

দেশে সংক্রমণের থেকে সুস্থ বেশি

By admin

September 26, 2020

কলকাতা ব্যুরো: আশার খবর একটাই। সংক্রমণের চেয়ে সুস্থতা বেশি। দৈনিক সংক্রমণ কিছুটা কম। দৈনিক মৃত্যুও কিছুটা কম গত ২৪ ঘণ্টার করোনা পরিসংখ্যানে। এছাড়া পরিস্থিতির তেমন কোন বদল নেই। দৈনিক সংক্রমণে শনিবার ৫১তম দিনেও বিশ্বে শীর্ষস্থান ভারতের। দৈনিক মৃত্যুতে এক নম্বরে ২৩তম দিনেও। মোট সংক্রমণে ক্রমশ আমেরিকার সঙ্গে ফারাক কমছে ভারতের।

দৈনিক সংক্রমণে আমেরিকার চেয়ে অনেক এগিয়ে আমাদের দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫,৩৬২। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা শনিবারের পরিসংখ্যান অনুযায়ী ৫০,০৩,৯৩৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৩,৪২০ জন। দেশে শনিবার পর্যন্ত সংক্রমণ মুক্তের সংখ্যা দাঁড়াল ৪৮,৪৯,৫৮৫। মোট মৃতের সংখ্যা ৯৩,৩৭৯।

গত ২৪ ঘণ্টায় ১,০৮৯ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। দেশে মৃত্যুর হার এখন ১.৫৮। সুস্থতার হার ৮২,১৪।