এক নজরে

নতুন রুটেই চলছে কয়লা পাচার

By admin

March 23, 2021

মনোজ শর্মা

সিবিআইয়ের ধরপাকড় শুরু হওয়ায় গত কয়েক মাস কিছুটা থমকে গিয়েছিল কয়লা পাচার। কিন্তুনির্বাচনের প্রাক্কালে রমরমিয়ে প্রকাশ্যে চলছে সেই অবৈধ কয়লার ব্যবসা l অন্তরাজ্য সীমানা কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে থাকায় সাময়িক পাচারের রুট বদল করেছে কয়লা মাফিয়ারা।সালানপুর থানার অজয়ের বৃন্দাবনী ঘাট এখন বিহার ও ঝাড়খণ্ডের কয়লা পাচারের মূল করিডোর। সালানপুর থানার বিভিন্ন অঞ্চল থেকে সাইকেল ও ভ্যান রিক্সায় অবৈধ কয়লা নিয়ে আসা হচ্ছে বৃন্দাবনী ঘাটে। সেখান থেকে নৌকোয় চেপে ওপারের ঝাড়খণ্ডের কেউটজ্বালি হয়ে পাচার হচ্ছে ঝাড়খন্ড ও বিহার উভয় রাজ্যে।কেন্দ্রীয় বাহিনীর চোখ এড়িয়ে, অনায়েসে উভয় রাজ্যের পুলিশের প্রছন্ন মদতে।

ছবি: গৌর শর্মা

সাইকেল থেকে কয়লা বোঝাই বস্তা নামাতে নামাতে সামডির এক অবৈধ কয়লা বহনকারী জানান -রাস্তায় পুলিশ আমাদের থেকে প্রতিদিন তোলা নেয়, আমাদের কয়লার সিন্ডিকেটের দাদারা থানায় মাসহারা দেন। দাদাদের নাম জানতে চাইতেই সংযত হয়ে যান কয়লা বহনকারী।মাঝিদের কাছে কয়লার আসল গন্তব্য স্থল জানতে চাইতেই মুখে কুলুপ আটেন তারা।সিবিআইয়ের কয়লা নিয়ে তদন্ত রাঘব বোয়ালরা সব এলাকাছাড়া হলেও, খনি অঞ্চলের একাংশের রুটি-রুজির সঙ্গে জড়িয়ে যাওয়া এই বেআইনি কয়লার ব্যবসা একেবারে বন্ধ করতে প্রশাসন কতটা আন্তরিক সেই প্রশ্ন কিন্তু উঠছেই। স্থানীয় পুলিশ এবং প্রশাসন প্রায় উদাসীন থাকায় ভোটের বাজারে রাজনৈতিক দলগুলো একরকম চোখ বন্ধ করে রয়েছে। কয়লা পাচার চলছে আগের মতই। শুধু একটু আড়াল করা হয়েছে নতুন রুট খুঁজে নিয়ে।