কলকাতা ব্যুরো: আরও বিপাকে পড়ল কয়লা পাচার কান্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। সিবিআইয়ের আবেদন মেনে তার বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। লালার পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ সহযোগী রত্নেশ্ব বর্মার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিন সিবিআই এর পক্ষ থেকে আইনজীবী আদালতকে জানান, কয়লা পাচার কান্ডের পলাতক মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে তিনবার নোটিশ দিয়েছিল সিবিআই।কিন্তু সেই নোটিশ মেনে একবারের জন্য ও লালা কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে আসেনি বা যোগাযোগ করেনি। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক। সেই আবেদন মেনে এদিন লালার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক। তার নির্দেশ পাওয়ার পর এবার লালার সন্ধানে দেশজুড়ে তল্লাশি চালাবার জন্য নিজাম প্যালেসে জোরদার প্রস্তুতি নিতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা দল।

উল্লেখ্য, প্রায় মাসখানেক আগে কয়লা পাচার কান্ড এর তদন্তে নেমে দেশজুড়ে ৪৫ টি জায়গায় বিশেষ অভিযান চালায় সিবিআই। এই কাণ্ডে তখনই উঠে আসে লালার নাম। এরপর তার সন্ধানে কলকাতাসহ সারাদেশে তল্লাশি চালায় সিবিআই। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। তল্লাশি চালানো হয় তার পুরুলিয়ার নিতুড়িয়ার বাড়িতেও। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য তাকে তিনবার নোটিশ পাঠানো হয়। তাতেও সে সাড়া দেয়নি। মঙ্গলবার বেলা বারোটা পর্যন্ত অপেক্ষা করার পর কেন্দ্রীয় গোয়েন্দারা বাঙ্গুর এভিনিউয়ে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগারিয়া বাড়িতে হানা দেন।

কিন্তু তাতেও লালার কোন সন্ধান না মেলায় তখনই তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবে নেয় সিবিআই। সেই সিদ্ধান্ত অনুযায়ী অবশেষে আদালতের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Share.
Leave A Reply

Exit mobile version