কলকাতা ব্যুরো: তৃণমূল কংগ্রেসের দলীয় ঝান্ডা হাতে ইসিএলের কাজ বন্ধ করলেন বেসরকারি কর্মীরা। মঙ্গলবার ইসিএলের মোহনপুর কোলিয়ারীর খনির উৎপাদন এবং সরবরাহের কাজ বন্ধ করে দেয় বেসরকারি নিরাপত্তা কর্মীরা।
তাদের মূলত দাবি, অবিলম্বে তাদের বকেয়া থাকা তিন মাসের বি-ক্যাটাগরির বেতন দিতে হবে।তাছাড়া ই.এস.আই সুবিধা দিতে হবে এবং সমস্ত বেসরকারি গার্ডদের ন্যাশনাল হলিডে দিতে হবে। এবং বোনাস ধার্য্য করতে হবে।

এইসব বিষয় নিয়ে তারা পূনরায় ডাবর কোলিয়ারীর সামনে বিক্ষোভ দেখান।তাদের অভিযোগ, গত ১৯ মে এই সমস্ত বিষয় নিয়ে আন্দোলন করা হয়েছিলো। সেই সময় ইসিএল কর্তৃপক্ষ এসে আশ্বাস দেন ২০দিনের মধ্যে বকেয়া তিন মাসের মেটানো হবে। এবং বাকি দাবিগুলি নিয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করবে।কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি।আজ সালানপুর এরিয়ার বনজেমারী কলিয়ারি ছাড়া সব কলিয়ারীর কাজ বন্ধ করে দিয়ে আমরা আন্দোলনে নেমেছি।
তাছাড়া তৃণমূল কংগ্রেসের তরফে বেসরকারি গার্ডদের এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত হন বারাবনি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকুমার সাধু ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাধব তেওয়ারী। এই প্রসঙ্গে সহ সভাপতি সুকুমার সাধু বলেন, এদের অসুবিধা নিয়ে ই সি এল কর্তৃপক্ষ কিছুই ভাবে না।

Share.
Leave A Reply

Exit mobile version