এক নজরে

কয়লা-গরুর তদন্ত এক সুতোয় বাঁধতে তালিকা তৈরি

By admin

January 05, 2021

কলকাতা ব্যুরো: রাজ্যে গরু ও কয়লার বিরুদ্ধে তদন্ত এখন প্রায় মধ্যগগনে। একদিকে গরুতে এনামুল হক আর কয়লায় অনুপ মাঝি ওরফে লালাকে নিয়ে তদন্ত অনেকটাই এগিয়ে, এবার সিবিআইয়ের নজরে পুলিশ কর্তারা। গরুর তদন্তে এখন পর্যন্ত বিএসএফের কমান্ডেন্ট সিবিআই এর ফাঁদে পড়েছে। আর এবার পৃথক ভাবে চালানো দুই তদন্তের জাল ক্রমশ এক জায়গায় আনার পথে হাঁটছে সিবিআই।রাজ্যের অন্তত হাফ ডজন আইপিএস থেকে শুরু করে ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টরদের তালিকা তৈরী হয়ে গিয়েছে। এই সপ্তাহে অন্তত ছয়জন পুলিশ অফিসারকে সমন পাঠানো হয়েছে। এই তালিকায় যেমন মুর্শিদাবাদের কাজ করা পুলিশ অফিসার রয়েছেন, তেমনি পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোলে কাজ করা পুলিশকর্তারা রয়েছেন।অর্থাৎ পুলিশের ক্ষেত্রে কেউ বেআইনি গরু পাচার নিয়ে কিছু তথ্য দিতে পারেন সিবিআইকে। আবার কেউ কয়লা পাচার নিয়ে বেশ কিছু তথ্য তাদের দিতে পারেন মনে করেই সিবিআই এবার ওইসব পুলিশ অফিসারদের তলব করতে শুরু করেছে।শেষ নয় এখানেই, বাগারিয়া, সাবারিয়া, ঝুনঝুনওয়ালাদের মত ব্যবসায়ীদের সিবিআই লাগাতার তলব করছে, হয় গরু, না হয় কয়লা পাচারের তথ্য পেতে। আর এরই মধ্যে দুই মামলার যোগসূত্রে এক বিনয়। মিশ্র কে সিবিআই তলবে ভোট বাজারে তদন্ত কতটা এগিয়েছে, তার মালুম পাচ্ছেন বর্ষিয়ান পুলিশ অফিসাররা সিবিআই ছাড়াও, এই ঘটনার তদন্তে আয়কর দপ্তর ঢুকে পড়েছে। আর আয়কর দপ্তরের নজরে কিছু সাংবাদিকও। সেই অর্থে কুল গোত্র তেমন না থাকলেও তারাই না কি, অনেক রাঘব বোয়াল দের সেটিং করে দিয়ে কালো টাকা আয় করেছেন বলে অভিযোগ।