এক নজরে

সিএমআইই রিপোর্ট অনুযায়ী এপ্রিল থেকে আগস্টের মধ্যে কাজ হারান ২ কোটি ভারতীয়

By admin

September 10, 2020

কলকাতা ব্যুরো : করোনায় দেশজুড়ে লকডাউন জারি হবার পর দেশে কর্মহারা হয়েছেন ২ কোটিরও বেশি মানুষ। সবাই বেতনভুক কর্মচারী। এই রকমই খবর উঠে এলো সিএমআইই ( সেন্টার ফর মণিটটিং ইন্ডিয়ান ইকোনমি) রিপোর্টে। এরমধ্যে জুলাইয়ে কাজ হারিয়েছেন ৪৮ লক্ষ কর্মী। আগস্টে ৩৩ লক্ষ কর্মী। এপ্রিল থেকে আগষ্ট পর্যন্ত কাজ হারিয়েছেন ২ কোটি ১০ লক্ষ কর্মী। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্টে এমনি ভয়াবহ তথ্য দেখা যাচ্ছে।

আরো জানা যাচ্ছে , ২০১৯ – ২০ সালে যেখানে ভারতে বেতনভুক কর্মীর সংখ্যা ছিল ৮ কোটি ৬০ লক্ষ সেখানে এখন তা গিয়ে দাড়িয়েছে ৬ কোটিতে। জুলাই মাসে বেকারত্বের হার ছিল ৭.৪০ শতাংশ। আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৫ শতাংশ।