কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান দুর্ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা গড়ালো হাইকোর্টে। সম্পূর্ণ ঘটনার যথাযথ তদন্তের দাবি জানালেন মামলাকারী বিপ্লব চৌধুরী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ওই মামলাটি গ্রহণ করে। মামলাকারীর অভিযোগ, ২০১৬ সালে তিনিও এমন একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তদন্ত চেয়ে নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দর থানায় এফআইআর দায়ের করেন। কিন্তু রাজ্য পুলিসের তরফ থেকে আজ পর্যন্ত সে দুর্ঘটনার কোনও তদন্ত করা হয়নি। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনার তদন্তে আদালতের হস্তক্ষেপের দাবি করেছেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ বারাণসী থেকে কলকাতা ফেরার পথে মাঝআকাশে এয়ার টার্বুল্যান্সে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। অবতরণের সময় বিমানটি ভীষণ ভাবে কাঁপছিল। পাইলট দক্ষতার সঙ্গে অনেক নীচে নামিয়ে নিয়ে আসেন বিমানটি। সাধারণত যে বিমানে মুখ্যমন্ত্রী চলাফেরা করেন, এদিন সেই বিমানটি ছিল না। রাজ্য সরকারের ভাড়া করা অন্য একটি বিমানের সওয়ারি ছিলেন মুখ্যমন্ত্রী এবং তাঁর অন্য সঙ্গীরা। ওই বিমানের পাইলট ছিলেন বাবা এবং মেয়ে।

মুখ্যমন্ত্রী গত সোমবার বিধানসভায় ঢোকার মুখে জানিয়েছিলেন, তাঁর বিমানের সামনে অন্য একটি বিমান এসে পড়েছিল। সংঘর্ষ এড়াতে পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি প্রায় ৮ হাজার ফুট নীচে নামিয়ে নিয়ে আসেন। তাঁর দাবি, আবহাওয়ার গোলযোগের কারণে ওই দিন বিপর্যয় হয়নি। নবান্ন সূত্রের খবর, ওই ঘটনা নিয়ে ডিজিসিএ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা না নেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version