কলকাতা ব্যুরো: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসী থেকে শুক্রবার বিকেলেই কলকাতায় ফিরেছেন মমতা। এরপরেই টুইট করে ভারতীয় পড়ুয়াদের নিয়ে তাঁর উদ্বেগের কথা জানান মুখ্যমন্ত্রী।

তৃণমূল সুপ্রিমো টুইটারে লেখেন, জীবন অত্যন্ত দামি। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রছাত্রীদের ফেরাতে কেন্দ্র এত সময় নিচ্ছে কেন? কেন আরও আগে ব্যবস্থা করা হল না?

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের আমন্ত্রণে বুধবার নির্বাচনী প্রচারে বারাণসী যাওয়ার আগেও কার্যত একই কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ ছিল, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ বাধতে পারে, তা তিন মাস আগেই জানা ছিল কেন্দ্রের। কেন তখনই ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হল না? তা হলে ব্যাঙ্কারে শুয়ে কোনও ভারতীয় পড়ুয়াকে কাঁদতে হত না কিংবা খাবারের লাইনে দাঁড়িয়ে রুশ ক্ষেপণাস্ত্রে বেঘোরে মরতে হত না।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের অবিলম্বে দেশে ফেরাতে পর্যাপ্ত উড়ানের ব্যবস্থা করুক কেন্দ্র। যত দ্রুত সম্ভব ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে হবে।

উল্লেখ্য, ইউক্রনে হামলার ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে রাশিয়া। রুশ গোলায় বিপর্যস্ত অবস্থা কিভ, খারকিভের মতো গুরুত্বপূর্ণ শহরগুলির। কেন্দ্রের একটি সূত্রে খবর, কিভে আর কোনও ভারতীয় পড়ুয়া আটকে নেই। খারকিভ থেকেও ভারতীয় পড়ুয়াদের নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version