এক নজরে

#RussiaUkraine: ইউক্রেন ফেরত বাঙালি পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা

By admin

March 14, 2022

কলকাতা ব্যুরো: রুশ আক্রমণে ক্ষতবিক্ষত ইউক্রেনের শহরগুলি। প্রাণের ঝুঁকি নিয়ে রাত কাটাতে হয়েছে সেখানে। তারপর নানা প্রতিকূলতা পেরিয়ে দেশে ফিরতে সফল হয়েছেন পড়ুয়ারা। ব্য়তিক্রমী নন এ রাজ্যের ছাত্রছাত্রীরাও। আর যুদ্ধে জিতে ইউক্রেন ফেরত সেই সব বাঙালি পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শোনা যাচ্ছে, আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাগোয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পড়ুয়াদের সঙ্গে দেখা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেনে আটকে থাকা প্রায় সব পড়ুয়াদেরই ফেরানো সম্ভব হয়েছে বলেই দাবি করেছিল কেন্দ্র। সফল হয়েছে “অপারেশন গঙ্গা”। দেশে ফেরত পড়ুয়াদের মধ্যে অনেক বাঙালিও রয়েছেন। সেই পড়ুয়াদের সঙ্গেই দেখা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনবেন তিনি। সবরকম ভাবে পাশে থাকার আশ্বাসও দেবেন।

উল্লেখ্য, ইউক্রেনের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবারই লোকসভা এবং রাজ্যসভায় বিস্তারিত বিবৃতি দেবে কেন্দ্র। তবে মোদী সরকার যতই “অপারেশন গঙ্গার’ সাফল্য তুলে ধরুক না কেন বিরোধীদের দাবি এখনও ইউক্রেনে অনেক ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আরও একবার প্রশ্ন তুলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে জেনেও কেন তাঁদের আগে নিয়ে আসার ব্যবস্থা করা হয়নি। তাহলে অন্তত এমন ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে হত না পড়ুয়াদের।