কলকাতা ব্যুরো: উপাচার্যের বাসভবনের গেটে ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী ৷ সোমবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের রীতিমতো ধস্তাধস্তি হয়। তিন রাত ধরে নিজের বাসভবনে ঘেরাও রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিন উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন জুড়ে মিছিল করেন পড়ুয়া, আশ্রমিক, অধ্যাপক-সহ বোলপুরের সাধারণ নাগরিকরা। মিছিল করে উপাচার্যের বাড়ির সামনে এসে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয়। যতক্ষণ না অধ্যাপকদের সাসপেনশন প্রত্যাহার সহ তিন পড়ুয়াকে পঠন-পাঠনে ফেরানো হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে বলে জানান তারা।প্রসঙ্গত, গত এক বছরে প্রায় ১২ জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এছাড়া, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়। পরে সেই সাসপেনশন আরও তিন মাস বর্ধিত করা হয় । এই সময়কালে ওই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া, অধ্যাপকদের একটা বড় অংশ। কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর শুক্রবার রাতে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করা হয়। তিন রাত ধরে বাসভবনে ঘেরাও হয়ে রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে অবস্থান-বিক্ষোভ। অন্যদিকে, উপাচার্যের নিরাপত্তায় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়েছে।
হাতে ব্যানার পোস্টার নিয়ে শান্তিনিকেতন জুড়ে উপাচার্যের বিরুদ্ধে নাগরিক মিছিল করা হয়। এদিন মিছিলে অংশ নেন পড়ুয়া, আশ্রমিক, অধ্যাপক সকলেই। উপাচার্যের গেটে ব্যানার লাগানোকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পড়ুয়াদের। এই মুহূর্তে উপাচার্যের গেটের সামনে বাস লাগিয়ে অবরোধ করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিশ্বভারতী।