এক নজরে

#HighCourtClash: কলকাতা হাইকোর্টে ধুন্ধুমার

By admin

April 13, 2022

কলকাতা ব্যুরো: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কট করার ব্যাপারে তৃণমূল ও বিজেপি সমর্থিত আইনজীবীদের মধ্যে বিরোধের জেরে হাতাহাতির সাক্ষী রইল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। বিচার ব্যবস্থার রীতি ভেঙে নির্দেশ দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অভিযোগ তুলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক দিয়েছিল আইনজীবীদের একাংশ। এই ব্যাপারে এদিন সর্বসম্মত সিদ্ধান্তের জন্য বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ডাকা হয়। কিন্তু বিজেপিপন্থী ও তৃণমূলপন্থী আইনজীবীদের তুমুল গোলমাল, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, মাইকের তার ছিড়ে সভা ভন্ডুল হয়ে যায়।

পরে তৃণমূলপন্থীদের তরফে আইনজীবী অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নতুন করে তাঁরা সভা করে সর্বসম্মতিক্রমে ওই এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কল্লোল মণ্ডল জানিয়েছেন, বার অ্যাসোসিয়েশনের বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তাই সভাপতি অরুণাভ ঘোষ বৈঠক বাতিল করে দিয়েছেন। পরে কেউ যদি কোনও সিদ্ধান্ত নেয়, তা বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত নয়। মুষ্টিমেয় আইনজীবীদের সিদ্ধান্ত হতে পারে।

এরপরই তৃণমূলপন্থী আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষের পদত্যাগ দাবি করে চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। বিজেপি আইনজীবীরা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তুমুল স্লোগান দেওয়া শুরু করেন।

প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এসএসসি মামলায় একের পর এক সিবিআই তদন্তের নির্দেশকে কেন্দ্র করে শাসকদলের বিড়ম্বনা বাড়ছিল। তারই মধ্যে তাঁর প্রশাসনিক চিঠি দেওয়া এবং ডিভিশন বেঞ্চের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলায়, তা বিচার ব্যবস্থার প্রতি অসম্মানজনক বলে অভিযোগ তুলেছেন তৃণমূলপন্থী আইনজীবীরা। এর আগেও তার এজলাস বয়কটের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। যদিও এদিনের এই সিদ্ধান্ত কার্যকর হবে কি না, তা নিয়েও অবশ্য সংশয় রয়েছে আইনজীবীদের মনে। এখনও দফায় দফায় বিক্ষোভ চলছে।