এক নজরে

Civic Volunteer: এক্সাইড মোড়ে ছিনতাইয়ে অভিযুক্ত যুবকের বুকে পা

By admin

November 08, 2021

কলকাতা ব্যুরো:ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা ৷ ঘটনাস্থল শহরের প্রাণকেন্দ্র এক্সাইড মোড় ৷ ছিনতাইবাজ সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে তাঁর বুকের উপর পা তুলে দিল এক সিভিক ভলান্টিয়ার। রবিবার সন্ধ্যায় প্রকাশ্যে যখন ঘটনাটি ঘটে তখন সেখানে উপস্থিত ছিলেন বহু পথচারী ৷

ঘটনায় অভিযুক্ত কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার। নাম তন্ময় বিশ্বাস। তিনি এক্সাইড মোড়েই ডিউটি করতেন। লালবাজার সূত্রের খবর, নগরপাল সৌমেন মিত্রের নির্দেশে ইতিমধ্যেই ওই সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন গণমাধ্যমে ৷ সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে এক্সাইড মোড়ে রাস্তার উপর এক যুবক পড়ে রয়েছেন । বুট পরা অবস্থায় একটি পা তাঁর বুকের উপর তুলে দাঁড়িয়ে রয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। যুবক যতই পা সরানোর চেষ্টা করছেন ততই তাঁকে জোর করে রাস্তায় শুইয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে চলছে অকথ্য গালিগালাজ ৷

লালবাজারে এই ঘটনার খবর আসার পরেই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। সূত্রের খবর, ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ার। তারপরই তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বক্তব্য, এক্সাইড মোড় থেকে হাওড়াগামী একটি চলন্ত বাস থেকে মহিলার ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিলেন ওই যুবক। কোনওক্রমে বাসে থাকা অন্য যাত্রীরাই ওই যুবককে ধরে ফেলে। শুরু হয় গণপিটুনি। সেখান থেকে ওই যুবককে তিনি উদ্ধার করেন ৷ কিন্তু তাঁর হাত ছাড়িয়েও পালাতে যান সেই যুবক । ওই সিভিক ভলান্টিয়ারের দাবি, এরপর তিনি ওই যুবককে ধরে নেন। তারপরে ধাক্কাধাক্কিতে গোটা ঘটনাটি ঘটেছে ।

যদিও প্রশ্ন উঠছে, ছিনতাইয়ের ঘটনা যদি সত্যি হয়ও তাহলেও কী এভাবে কোনও অভিযুক্তকে হেনস্থা, মারধর, বুকের উপর পা তুলে দেওয়া যায়? কোনও সিভিক পুলিশের কী এই অধিকার রয়েছে? পরে অবশ্য বিতর্ক শুরু হতেই ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্য়বস্থা নেয় লালবাজার ৷

তবে প্রকাশ্য রাস্তায় সিভিক পুলিশের এমন অমানবিক আচরণের নিন্দা করেছেন অনেকেই। তাঁদের দাবি যদি ওই যুবক সত্যি কোনও দোষ করে থাকেন তাহলে আইন মোতাবেক তার শাস্তি হোক। কিন্তু প্রকাশ্য রাস্তায় বুকে পা তুলে দেওয়াটা বোধহয় পুলিশের কাজ নয়।