কলকাতা ব্যুরো: ছট পুজো উপলক্ষে আগামী শুক্রবার সকাল ন’টা থেকে শনিবার বিকেল তিনটে পর্যন্ত চক্র রেলের চলাচল নিয়ন্ত্রণ করেছে কর্তৃপক্ষ। যেহেতু ছট পুজোর জন্য মানুষ বাবুঘাট গঙ্গার পাড়ে ভিড় করেন, তাই প্রতি বছর এই দুদিন ট্রেন ওই পথে নিয়ন্ত্রণ করতে হয়। যদিও এবার হাইকোর্টের নির্দেশে বাবুঘাটে ভিড় কতটা হবে তা নিয়ে সংশয় রয়েছে পুলিশের।
যদিও পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী জানানো হয়েছে, শিয়ালদা থেকে বিবাদীবাগ এবং বিবাদী বাগ থেকে শিয়ালদা লোকাল ট্রেন শুক্র ও শনিবার বাতিল থাকবে। এছাড়া শিয়ালদা ও বিবাদীবাগ ও বিবাদীবাগ বারুইপুর লোকাল ও বারুইপুর শিয়ালদা লোকাল ও শুক্রবার বাতিল করা হবে। এছাড়া ওই দুদিন বেশ কয়েকটি ট্রেনের যাত্রা কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন, বালিগঞ্জ স্টেশন গিয়ে শেষ করবে এবং সেখান থেকেই আবার চলতে শুরু করবে। আবার বেশকিছু ট্রেনের যাত্রা ঘুরিয়ে দেওয়া হবে। মূলত বাবুঘা টের ভিড় এড়াতে এই সিদ্ধান্ত।
Previous Articleনেতাজি ইস্যুতে তৃণমূলের সঙ্গে সহমত হয়েও কটাক্ষ সিপিএমের
Related Posts
Add A Comment