এক নজরে

সিনেমা নয়, হল খুললো সাফাইয়ের জন্য

By admin

October 01, 2020

কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) বিধি মেনে আনলকে বৃহস্পতিবার থেকে রাজ্যের সিনেমা হলগুলি খোলার কথা থাকলেও, বাস্তবে তা কার্যকর হলো না। এদিন কিছু সিনেমাহলের গেট খুললেও তা অনেকটাই পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্যানিটাইজ করার জন্য খোলা হয়। হল গুলির মালিকদের তরফে জানানো হয়েছে, নতুন কোন ছবি না থাকায় এদিন শহর বা জেলার বেশিরভাগ হলই ছিল বন্ধ। পাশাপাশি রাজ্য সরকার ৫০ শতাংশ দর্শক নিয়ে হল চালানোর যে কথা বলেছে, বাস্তবে তা করলে কতটা ব্যবসা হবে তা নিয়ে সংশয় রয়েছে হল মালিকদের। এই অবস্থায় সবদিক একটু বুঝে নিয়ে তারা হল খুলতে চাইছেন তারা।

এদিন নাটক এবং থিয়েটারের হলগুলি খোলার কথা থাকলেও, বাস্তবে তেমন কোন হলে নাটক পরিবেশিত হতে দেখা যায়নি। সব হল মালিকই মনে করছেন কম দর্শক নিয়ে কোন সিনেমা বা নাটক চালাতে গেলে তাতে আয় তেমন হবে না। কেননা হল চালানোর জন্য প্রচুর খরচা রয়েছে। তাছাড়া গত ছ’মাস ধরে হলগুলো বন্ধ থাকায়, এখন আবার সেগুলিকে সংস্কার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হচ্ছে।