কলকাতা ব্যুরো: জো বাইডেন মুখে তালিবান বিরোধিতার কথা বললেও তলে তলে তাদের সঙ্গে ঠিক যোগাযোগ রেখেছে আমেরিকা। মঙ্গলবার এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলো যুক্তরাষ্ট্রের এক সংবাদ সংস্থা। যেখানে প্রকাশ পেয়েছে, আমেরিকার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস নাকি সোমবারই তালিবানের শীর্ষ নেতা মুল্লাহ আব্দুল ঘানি বরাদরের সঙ্গে কাবুলে একটি গোপন বৈঠক করেছেন। তবে যদি সত্যিই এই বৈঠক হয়ে থাকে, আফগানিস্তানে তালিবান শাসনভার হাতে তুলে নেওয়ার পর এটাই আন্তর্জাতিক স্তরে অন্যতম বড় ঘটনা হতে চলেছে।

অন্যদিকে মার্কিন সেনাকে আগামী ৩১ আগস্টের ডেডলাইন বেঁধে দিয়েছে তালিবানরা। সেই সময়ের মধ্যে যদি বাইডেনের সেনা আফগানিস্তানের মাটি ত্যাগ না করে, তবে যে কোনও ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে কাবুলে আটকে থাকা মার্কিন বাসিন্দা, আধিকারিক এবং সেনাকে ফিরিয়ে আনাই সবথেকে বড় চ্যালেঞ্জ আমেরিকার জন্য। এই অবস্থায় মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে তালিবান প্রধানের এই বৈঠক নানা আঙ্গিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

একদিকে বরাদর বর্তমান তালিবানের শীর্ষতম নেতা যার নেতৃত্বেই তালিবান আফগানিস্তানে দখল নিয়েছে। অন্যদিকে, জো বাইডেনের সবথেকে অভিজ্ঞতম কূটনীতিক হলেন উইলিয়াম বার্নস। যিনি আমেরিকার সবচেয়ে উচ্চস্তরীয় গোয়েন্দা সংগঠন, সিআইএ প্রধান। সেই সংগঠন, যা বস্তুত গোটা দেশ তথা রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যদিও এই গোপন বৈঠকের কথা এনআইএ-র কোনও সূত্র মারফৎ স্বীকার করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে এই গোপন বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়েছে ওই সংবাদ সংস্থার একটি প্রতিবেদনে। ঠিক কী নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে, সেই নিয়েও কিছু জানা যায়নি।

তবে মনে করা হচ্ছে, তালিবানের পক্ষ থেকে ৩১ আগস্টের যে ডেডলাইন দেওয়া হয়েছে, তা কোনও ভাবে বৃদ্ধি করা যায় কি না সেই নিয়েই দু’জনের আলোচনা হয়ে থাকতে পারে। যেহেতু এখনও আফগানিস্তানে আটকে থাকা মার্কিন বাসিন্দাদের সংখ্যা কয়েক হাজারে রয়েছে, তাই এত অল্প সময়ের মধ্যে সবাইকে উদ্ধার করা আদৌ সম্ভব হবে বলে মনে করছে না হোয়াইট হাউস। তাই এই বৈঠকের মাধ্যমে তালিবানের কাছে আরও কিছুটা সময় চাওয়া হয়ে থাকতে পারে।

যদিও সোমবারই তালিবানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উদ্ধারকার্যের জন্য কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না।

Share.
Leave A Reply

Exit mobile version