এক নজরে

রোনাল্ডোকে অভিনন্দন ফিফা প্রেসিডেন্ট ও পেলের

By admin

September 10, 2020

কলকাতা ব্যুরো: দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে একশো গোল করায় পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে অভিনন্দন জানালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফার্টিনো এবং ফুটবলের কিংবদন্তি পেলে। ইউএএফএ নেশন্স লিগে সুইডেনের বিরুদ্ধে শততম গোলটি করেন সিআর সেভেন। তার প্রেক্ষিতেই তাঁকে পাঠানো এক এসএমএসে অভিনন্দন জানান ফিফা প্রেসিডেন্ট। পেলেও ওই বিরল কৃতিত্বের জন্য অভিনন্দন জানান রোনাল্ডোকে।