এক নজরে

#coronaVirus: লকডাউন করেও আটকানো যাচ্ছে না করোনা

By admin

March 19, 2022

কলকাতা ব্যুরো: চিনে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে অশনি সংকেত। এক বছরেরও বেশি সময় পর চিনে ফের করোনা প্রাণ কাড়ল দু’জনের। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

চিন থেকেই একসময় গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। গোটা বিশ্ব যখন এই ভাইরাস নিয়ে নাজেহাল হচ্ছিল, সেই সময় চিনে কমে গিয়েছিল কোভিডের প্রকোপ। কিন্তু, ফের একবার শি জিনপিংয়ের দেশে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। লকডাউন ঘোষণা করা হচ্ছে একের পর এক শহরে। এই পরিস্থিতিতে শনিবার প্রতিবেশী এই দেশে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ন্যাশানাল হেলথ কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, জিলিন প্রদেশে কোভিডে মৃত্যু হয়েছে দুই জনের। উল্লেখযোগ্যভাবে, করোনার নতুন ঢেউয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিনের এই প্রদেশ। উল্লেখ্য ২০২১ সালে জানুয়ারি মাসে প্রথম চিনে করোনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। এখনও পর্যন্ত চিনে করোনা প্রাণ কেড়েছে ৪ হাজার ৬৩৮ জনের। চিনে আগুনের মতো ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। শনিবার প্রতিবেশী এই দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১ জন। যদিও গতকালের থেকে করোনা সংক্রমণ কমেছে।

শুক্রবার চিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩৬৫ জন। উল্লেখ্য, করোনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে চিন। সেই দেশের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মানুষের জীবন বাঁচানোই এখন মূল লক্ষ্য। বৈজ্ঞানিক পদ্ধতিতে জিরো কোভিড পলিসি টার্গেট করে চলতে হবে আমাদের।

জানা যাচ্ছে, করোনার ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট BA.2 ছড়িয়ে পড়ছে আগুনের মতো। দিন প্রতিদিন সংক্রমণ বাড়ছে। ৯০ লাখ মানুষকে লকডাউন জারি করে ঘরবন্দি করা হয়েছে বলে সূত্রের খবর। ভারতে কি করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার কোনও সম্ভাবনা রয়েছে? চিনের পরিণতি দেখে প্রশ্ন তুলছেন অনেকেই।