কলকাতা ব্যুরো: সীমান্ত ইস্যুতে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত এবং চিনের মধ্যে। কার্যত লাগাতার সীমান্তের ওপারে যুদ্ধের উস্কানি দিয়ে চলেছে বেজিং। তবে সেনাস্তরে উচ্চপর্যায়ের আলোচনা চললেও আদতে কোনও কাজই হয়নি। বরং যতদিন যাচ্ছে তত জটিল হচ্ছে পরিস্থিতি। আর এই বিষয়ে ফের একবার মোদী সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেসের। সীমান্ত ইস্যুতে কেন্দ্রের চুপ থাকা দেশকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ কংগ্রেসের।
বৃহস্পতিবার কংগ্রেসের তরফে অভিযোগ করা হয় ডোকালামের কাছে চিন একাধিক গ্রাম বানিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ১০০ বর্গ কিলোমিটার জায়গা পর্যন্ত বেজিং দখল করে নিয়েছে বলেও মারাত্মক অভিযোগ ওঠে। কংগ্রেস নেতা প্রফেসর গৌরব বল্লভ এই প্রসঙ্গ তুলে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন। বলেন, এই বিষয়ে মোদী সরকার একেবারে চুপ। তবে এই বিষয়ে সরকারকে জবাব দিতে হবে বলেও তোপ দাগেন ওই কংগ্রেস নেতা। গৌরবের মতে, মোদী সরকার দেশের সুরক্ষা নিয়ে ছেলেখেলা করছে। এমনকি প্রধানমন্ত্রী এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী দেশের সেনাবাহিনীকেও একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।
কংগ্রেসের দাবি, নতুন নতুন স্যাটেলাইট থেকে পাওয়া ছবি কার্যত আতঙ্ক বাড়াচ্ছে। শুধু তাই নয়, সেই সমস্ত ছবি থেকে স্পষ্ট হচ্ছে যে চিনের বাহিনী রয়েছে সেখানে। গোটা বছর ধরে তাঁদের এবং ভুটান সীমান্ত এলাকা জুড়ে লাগাতার নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। এই নির্মাণ কাজ প্রায় ১০০ বর্গ কিমি অর্থাৎ ২৫ হাজার একর জুড়ে হচ্ছে। স্যাটেলাইটের ছবি বলছে একাধিক গ্রাম তৈরি হচ্ছে সেখানে। এই নির্মান কাজ গত বছর অর্থাৎ ২০২০ সালের মে মাসের এবং ২০২১ নভেম্বরের মধ্যে করা হয়েছে।
অন্যদিকে অরুণাচল প্রদেশে নতুন উপগ্রহ চিত্র আবার বিতর্ক তৈরি করেছে। তাতে দেখা গিয়েছে অরুণাচল প্রদেশের বিতর্কিত জমিতে ৬০টি বাড়ি বানিয়ে ফেলেছে চিন। ভারত সীমান্তের ৬ কিলোমিটারের মধ্যে সেই বাড়িগুলি তৈরি করেছে বলে জানা গিয়েছে। যদিও চিন বারবারই এই এলাকাকে নিজের বলে দাবি করে থাকে।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই পেন্টাগন তার তথ্য দিয়েছিল। তাই নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। তারপরেও আবার প্রকাশ্যে এসেছে নতুন ছবি তাতে দেখা গিয়েছে। অরুণাচল প্রদেশে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের গায়েই ৬০টি পাকা বাড়ি তৈরি করে ফেলেছে বেজিং। ভারতের সীমান্তের মধ্যে প্রায় ৬ কিলোমিটারের মধ্যে রয়েছে সেই বাড়িগুলি।