এক নজরে

এবার অরুণাচল নিয়ে চিনের উষ্কানিমূলক মন্তব্য

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: অরুণাচল প্রদেশকে ভারতের অংশ বলে মনে করে না চিন। ওটা দক্ষিণ তিব্বতের অংশ। লাদাখ নিয়ে চিন-ভারত উত্তেজনার মধ্যে অরুণাচল নিয়ে এই মন্তব্যই করলো বেজিং। যা ভারতের বিরুদ্ধে আরেকটি উষ্কানিমূলক মন্তব্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় বিশেষজ্ঞদের পাল্টা বক্তব্য, তিব্বত আবার চিনের অংশ হলো কি করে ? ওটাকে তো জোর করে দখল করে রেখেছে চিন। সেই কথাটাই এবার স্পষ্টভাবে ভারতের বলার সময় এসেছে। একইসঙ্গে প্রয়োজনে তিব্বতকে স্বাধীন ও মুক্ত করতে উদ্যোগ নিক ভারত।

দুই দেশের সীমান্তকে ঘিরে উত্তেজনার মধ্যেই দিন কয়েক আগে বেজিং-র এক মুখপাত্র বলেছিলেন, তিব্বতকে দুর্গ বানিয়ে ফেলতে হবে। যা থেকে বিশেষজ্ঞদের বক্তব্য, এটা থেকেই স্পষ্ট, তিব্বত চিনের দুর্বলতা। তার একটি কারণ হলো, সেখানেই বহু নদীর উৎপত্তিস্থল। রয়েছে প্রচূর পরিমানে জল। চিনের শিল্পগুলির জন্য যা প্রয়োজনীয়। সে কারণেই তিব্বত-র দখল যে কোনো উপায়েই রাখতে চায় চিন।

শুধু তাই নয়, তাইওয়ান, ফিলিপিন্স সহ যে দেশগুলির সঙ্গে চিনের বিবাদ চলছে, কূটনৈতিক স্তরে সেই দেশগুলিকেও ভারতের সমর্থন জানানো উচিত বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই।