কলকাতা ব্যুরো: চিনের দুটি করোনা ভ্যাকসিনের বাণিজ্যিক প্রদর্শণী শুরু হলো। বেজিংয়ের চায়না ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে ওই দুটি ভ্যাকসিনকে দেখতে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে বলে গ্লোবাল টাইমস সূত্রে জানা গিয়েছে। দুটি ভ্যাকসিনের একটি তৈরি করেছে চিনের একটি বেসরকারি সংস্থা। অন্যটি তৈরি করেছে চিনের রাষ্ট্রায়ত্ব সংস্থা চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ।

ইতিমধ্যেই বেসরকারি সংস্থার তৈরি ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়েছে ব্রাজিল এবঙ ইন্দোনেশিয়ায়। এমনটাই দাবি ওই সংস্থার। আরো দুটি দেশের তরফেও ট্রায়ালের অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে অপর সংস্থাটির ট্রায়াল হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, মরক্কো সহ আরো বেশ কয়েকটি দেশে। সিনোভ্যাক ও সিনফার্ম নামে ওই দুটি ভ্যাকসিনই বছরে ৩০ কোটি করে তৈরি করা যাবে বলে দাবি করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version