এক নজরে

চিনে প্রবলভাবে ছড়াচ্ছে ক্যাট কিউ ভাইরাস

By admin

September 29, 2020

কলকাতা ব্যুরো : ভারত সহ গোটা বিশ্বে করোনা নিয়ে উদ্বিগ্ন। এর মধ্যেই চিনে দেখা দিয়েছে ক্যাট কিউ ভাইরাস। সংক্রমণ ছড়াচ্ছে দ্রুতগতিতে। আর এবারেও ভাইরাস সংক্রমণের এপিসেন্টার সেই চিন। এবারেও একইভাবে চিন থেকে ভারতে আসতে পারে এই ভাইরাস এমনই সতর্ক বার্তা দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা।

আইসিএমআর-র সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানাচ্ছেন, একটি নয় একাধিক উপসর্গ রয়েছে ক্যাট কিউ ভাইরাসের। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টে প্রকাশিত খবর অনুযায়ী ক্যাট কিউ ভাইরাসে আক্রান্ত হতে পারেন ভারতীয়রাও। এছাড়াও ম্যানেনজাইটিস, অ্যাড্রিয়াটিক এনকেফেলাইটিস দেখা দিতে পারে এই ভাইরাস সংক্রমণের ফলে।

বিজ্ঞানীদের মতে, ক্যাট কিউ ভাইরাস এক ধরনের এয়ার বোর্ন ভাইরাস যা অন্য প্রাণীর দেহ থেকে বাহিত হয়। এখনো পর্যন্ত চিন এবং ভাইটনামে এর অস্তিত্ব লক্ষ্য করা গেছে। আইসিএমআর বলছে ক্যাট কিউ ভাইরাসের প্রধান বাহক হল মশা। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ৮৮৩ জন ভারতীয়ের নমুনা সংগ্রহ করেছিল। তার মধ্যে দুজনের দেহে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। অতীতে ২০১৪ সালে এবং ২০১৭ সালে দুই ব্যক্তি আক্রান্ত হন এই রোগে। তারপর আর কোন খোঁজ মেলেনি এই ভাইরাসের। আইসিএমআর এর দাবি যেভাবে ক্যাট কিউ ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয় এবং মশা যেভাবে তা ছড়িয়ে দেয় তা দেখে নিঃসন্দেহে বলা যায় ক্যাট কিউ ভাইরাস এদেশের মানুষকে সংক্রমিত করতে পারে। এই মুহূর্তে ভারতে এই ভাইরাসের উপস্থিতি কতটা তা বুঝতে আরও বেশি পরিমাণে নমুনা পরীক্ষা করা জরুরি।