মৈনাক শর্মা
ভারত- চিন সীমান্ত বিবাদের জেরে জুন মাসের ১৫ তারিখ গালওয়ান উপত্যকাতে চিনা লালফৌজ ও ভারতীয় সেনার বিবাদের ফলে প্রাণ যায় ক্যাপ্টেন বি সন্তোষ বাবু সহ ১৯ ভারতীয় সেনার। কিন্তু ওই ঘটনায় চিনা তরফে জানা যায়নি, তাঁদের সৈনের মৃত্যুর তথ্য। তবে গালওয়ানে চিনা তরফে প্রায় ৪০ জন সৈন্যের মৃত্যুর তথ্য প্রকাশ করে কিছু রাশিয়ান গণমাধ্যম। গালওয়ানের ঘটনা কেটে যাওয়ার কয়েক মাস পর সম্প্রতি ওই ঘটনায় নিজের দেশের সেনাদের মৃত্যুর কথা স্বীকার করল চিনা সুরক্ষা মন্ত্রক। চিনা সেনার মৃত্যুর তথ্য প্রকাশের পরেই চিনা টিভি চ্যানেল সি সি টিভি গালওয়ান উপত্যকাতে দুই পক্ষের সেনার হাতাহাতির ভিডিও প্রকাশ করে। যার ফলে শোরগোল পড়ে যায় বিশ্ব সংবাদ মাধ্যম গুলিতে।
ভিডিওতে দেখা যাচ্ছে চিনা ফৌজকে সীমান্তে আটকানোর চেষ্টা করছে ভারতীয় সেনা। তার সাথেই ছবি সহ মৃত জওয়ানদের বর্ণনা করা হয়েছে চিনা চ্যানেলের তরফে। কিন্তু ভিডিওতে ভারত ও চিনা ফৌজের হাতাহাতির ফুটেজ সামনে এলেও, চিনা তরফে জানানো হয়, বিদেশী অনুপ্রবেশের জন্য গালওয়ানে বিরোধের সৃষ্টি হয়। অর্থাৎ ভারতের নাম না জড়িয়ে কেবল মাত্র বিদেশী আখ্যা জিংপিং সরকারের জনগন ও দুনিয়াতে কাছে নিজের স্বচ্ছ ভাবমূর্তি তৈরীর চেষ্টা বলে মানছেন রাজনীতিকরা।