এক নজরে

ট্রামে চেপে শহর ঘুরলো ছোটরা

By admin

November 14, 2020

কলকাতা ব্যুরো: শনিবার সকাল থেকেই শিশু দিবসে মেতে উঠলো শহর। কলকাতার বিভিন্ন জায়গায় শিশুদের নিয়ে ভিড় হলো, অনুষ্ঠিত হলো নানান অনুষ্ঠান। চিড়িয়াখানা থেকে শুরু করে সায়েন্স সিটি -অভিভাবকদের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ছোটদের নিয়ে পালন করল দিনটি।

তবে শহরে অন্যতম শিশুদের আনন্দদায়ক অনুষ্ঠানটি করল রাজ্য শিশু ও সমাজকল্যাণ দপ্তর। বিভিন্ন আবাসিক হোমের নাবালকদের আনা হলো শহর ঘোরাতে। সেইজন্য সকালেই ধর্মতলায় আনা হয় বিভিন্ন নাবালক নাবালিকাদের। তারপরে একটি ট্রামে করে তাদের ঘোরানো হয় প্রায় গোটা কলকাতা।

শিশুদের নিয়ে যেহেতু ঘুরবে ট্রাম, তাই সেটিকে সাজিয়ে তোলা হয়েছিল একেবারে শিশুদের জন্য। বেলুন দিয়ে সাজানো হয় ট্রাম। তারপরে হুল্লোড় করতে করতে ছোটরা চেপে বসে ট্রামে। লজেন্স বিস্কুট খেতে খেতেই ট্রামে চেপে ঘুরপাক চলে শহরে।