এক নজরে

একা পুরুষ কর্মীও এখন থেকে পাবেন চাইল্ড কেয়ার লিভ

By admin

October 27, 2020

কলকাতা ব্যুরো: মহিলাদের মতই এখন থেকে পুরুষেরাও সন্তান মানুষ করার জন্য ছুটি পাবেন। এতদিন মহিলারাই চাইল্ড কেয়ার লিভের অধিকারী ছিলেন। কিন্তু এখন থেকে পুরুষদের এই অধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেছেন, সরকারি জায়গায় কর্মরত সিঙ্গেল মেল প্যারেন্ট রাও এই সুবিধা পাবেন চাকরির ক্ষেত্রে। শুধু এখানেই শেষ নয়, অবিবাহিত অথবা স্ত্রী মারা গেছেন অথবা বিবাহ বিচ্ছেদ- এই ছুটি পাওয়ার অধিকারী। যদি তিনি মনে করেন একাই কোন সন্তানকে বড় করার দায়িত্ব তিনি নেবেন, সে ক্ষেত্রে তাদেরও এই ছুটির আওতায় আনা হচ্ছে।

এক্ষেত্রে সরকারি কর্মীরা সবেতন প্রথম ৩৬৫ দিন ছুটি পাওয়ার অধিকারী থাকবেন। প্রয়োজনে পরের ৩৬৫ দিন ৮০ % বেতন সহ চাইল্ড কেয়ার লিভ নিতে পারবেন পুরুষরা। এই সময়ের মধ্যে কোন সরকারি কর্মী লিভ ট্রাভেল কন্সেশন বা বেড়ানোর টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এখন থেকে যেকোনো বয়সের প্রতিবন্ধী সন্তানের জন্য কোন পুরুষ কর্মী যেকোনো সময় চাইল্ড কেয়ার লিভ চাইতে পারবেন। আগে যা শুধুমাত্র ২২ বছর পর্যন্ত সন্তানের জন্যই চাওয়া যেত।

এতদিন পর্যন্ত মহিলারা সন্তান হওয়ার পর তাকে বড় করা পর্যন্ত বিভিন্ন ভাগে এই ছুটি পেয়ে থাকতেন। পরবর্তীতে দত্তক নেওয়া সন্তানকে বড় করার ক্ষেত্রেও এই ছুটি দেওয়া শুরু হয়। এর আগে কংগ্রেস আমলে পুরুষদের এই ছুটি দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও তা এতদিনে কার্যকর হচ্ছে।