কলকাতা ব্যুরো: অতিমারির দ্বিতীয় বর্ষে করোনা সংক্রমণ একটু নিয়ন্ত্রণে আসতেই ২০২২ সালে কলকাতা বইমেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বইমেলা সংক্রান্ত একটি বৈঠক হয় মুখ্য সচিব এবং গিল্ড কর্তৃপক্ষের উপস্থিতিতে। যে বৈঠকে বইমেলা নিয়ে কয়েকটি পদক্ষেপের পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব। জানা গিয়েছে, আসন্ন বইমেলায় স্টল সংখ্যা না কমালেও, প্রতিটা দোকান ছোট আকারে করার পরামর্শ দিয়েছেন মুখ্য সচিব।

করোনা পরিস্থিতিতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে যাতে সকল কোভিডবিধি মেনে চলা হয়, সেই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব। স্টল সংখ্যা এক রেখে, আকারে ছোট করলে মাঠে খোলামেলা জায়গা আরও বাড়বে। যে কারণে সকলেই সঠিকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবেন। গায়ে গায়ে দোকান হলে স্টলের সামনে দাঁড়িয়েই বই কিনতে হবে ক্রেতাদের। যেখানে দুটি দোকানের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে, সেখানে স্টলে ঢুকেই বই কেনার অনুমতি দেওয়া হবে।

তাছাড়াও বইমেলার প্রতিটা গেটের সামনে একটি নির্দিষ্ট ব্যানার লাগানো থাকবে। যেখানে সকল কোভিডবিধির উল্লেখ করা থাকবে। এছাড়াও মেলা প্রাঙ্গণে সকলেরই মাস্ক পরা বাধ্যতামূলক। ২০২২ সালে ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বইমেলা। জানুয়ারির শুরু থেকেই এর প্রস্তুতি নেওয়া শুরু হবে। এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সকল বিক্রেতাদের ক্ষেত্রে কোভিডের দুটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে ক্রেতাদেরও দুটি টিকা বাধ্যতামূলক কি না, তা নিয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version