এক নজরে

Nawab Malik Arrests: নবাবের গ্রেপ্তারি সামনে রেখে ফের বিরোধী জোটের চেষ্টা

By admin

February 23, 2022

কলকাতা ব্যুরো: বুধবার গ্রেফতার হয়েছেন এনসিপি নেতা নবাব মালিক। আর তাঁর গ্রেপ্তারির পরই শরদ পাওয়ারকে ফোন করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এদিন এনসিপি প্রধানকে ফোন করে নবাব মালিকের গ্রেপ্তারি এবং ইডির অতিসক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। পাশাপাশি সবরকমভাবে পাওয়ারের পাশে থাকার আর্জিও জানিয়েছেন বাংলার দিদি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এদিন প্রায় মিনিট দশেক শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেন মমতা।

তৃণমূল নেত্রী এদিন এনসিপি সুপ্রিমোকে বলেন, কিছু হলেই এরা (কেন্দ্রীয় সরকার) ইডি লেলিয়ে দিচ্ছে। এতদিন আমাদের এসব ফেস করতে হয়েছে। এবার আপনাদেরও ফেস করতে হবে। মমতা পাওয়ারকে আরও বলেন, সব বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে। একই সঙ্গে নবাব মালিককে যেন মন্ত্রীপদ থেকে না সরানো হয় সেই বিষয়েও পাওয়ারের কাছে দরবার করেছেন মমতা।

বুধবার সকালে টানা ৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর মহারাষ্ট্রের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি নেতা নবাব মালিককে গ্রেফতার করে ইডি। দাউদ সঙ্গীর সঙ্গে জমি কেনাবেচার অভিযোগেই ইডি তাঁকে গ্রেফতার করে। এদিকে নবাবকে গ্রেফতারের পরপরই এই বিষয়ে মুখ খোলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। তিনি বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতিকেই কাঠগড়ায় তোলেন। বলেন বিজেপির বিরুদ্ধে যদি কোনও মুসলিম ব্যক্তি সরব হন, তখনই তারা তাঁকে দাউদের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেন। আমি যখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলাম, তখনও তাঁরা আমাকে দাউদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিলেন।

তবে নবাব যে বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়বেন না তা এদিন গ্রেফতারের পর কিছুটা হলেও স্পষ্ট হয়ে গিয়েছে। বুধবার প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি গ্রেফতার করে নবাব মালিককে। কিন্তু তারপরেও ইডির দফতর থেকে মুখে চওড়া হাসি নিয়ে বাইরে বেরন নবাব। সংবাদ মাধ্যমে তিনি জানান, তিনি মাথা নোয়াবেন না। তিনি বলেছেন, আমরা লড়ব এবং জিতব এবং প্রত্যেকের মুখোশ খুলবই।

কিছুদিন আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এই এনসিপি নেতা। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলায় এনসিবি-এর সিনিয়র অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সমীর ক্রুজে তল্লাশি চালানো এবং আরিয়ানকে গ্রেফতার করার পর থেকেই নবাব মালিক ওয়াংখেড়ের পিছনে হাত ধুয়ে পড়েছিলেন।

শুধু তাই নয় এর আগেও এক মাদক মামলায় নবাব মালিকের জামাই সমীর খানকে গ্রেফতার করেন সমীর ওয়াংখেড়ে। তিনি সর্বসম্মুখে সমীর ওয়াংখেড়ের ধর্ম নিয়ে মন্তব্য করেন। এরপরই সরাসরি ওয়াংখেড়ের চাকরি খোওয়ানোর হুমকিও দিয়েছিলেন তিনি। তবে এমন কার্যকলাপের জন্য সোশ্যাল মিডিয়াতে কম সমালোচনার শিকার হননি নবাব। আরিয়ান ও ড্রাগ মাফিয়াদের আড়াল করার জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোলও করা হয় প্রচুর।

যদিও, বিরোধীদের সাফ কথা, মহারাষ্ট্রের মন্ত্রীকে ফাঁসানো হচ্ছে। মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ির জোট সরকারকে চাপে রাখতেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এভাবে কাজে লাগাচ্ছে বিজেপি। দিন কয়েক আগে শিব সেনা নেতা সঞ্জয় রাউতকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। সার্বিকভাবে বিরোধী জোটের উপর চাপ বাড়ানোর চেষ্টা হচ্ছে।

তবে এই পরিস্থিতিতে শরদ পাওয়ারকে ফোন করে পাশে দাঁড়ানোর বার্তার মধ্য দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী জোটের মঞ্চ যে শক্তপোক্ত করলেন মমতা সে বিষয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। পাশাপাশি এদিন তৃণমূল ও এনসিপি প্রধানের ফোনলাপের পর ইডির অতিসক্রিয়তাকে সামনে রেখে কেন্দ্রের একচোখা নীতির বিরুদ্ধে বিরোধী জোট কিছুটা হলেও নিজেদের মাটি শক্ত করলো বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।