কলকাতা ব্যুরো: এবার পাহাড়েও পাওয়া যাবে কফি হাউসের (Darjeeling Cafe House) সেই আড্ডা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে মাত্র তিন মাসের মধ্যে দার্জিলিংয়ে তৈরি হয়ে গেল রুফটপ ক্যাফে ‘কাফে হাউস’ (Darjeeling Cafe House)। মঙ্গলবার এই নতুন কফি হাউসের (Darjeeling Cafe House) উদ্বোধনে গিয়ে আড্ডায় মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাইলেন রবীন্দ্র সংগীতও।

পাহাড়ে এসে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জিটিএর শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়েই একপ্রস্থ আড্ডা জমালেন দার্জিলিংয়ের নতুন ‘কাফে হাউসে’ (Darjeeling Cafe House)। দার্জিলিংয়ে আগত পর্যটকদের ‘কাফে হাউসে’ ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, পাহাড়ে বাংলার স্বাদ, কলকাতার স্বাদ পেতে হলে আসতেই হবে কাফে হাউসে (Darjeeling Cafe House)।

এরকমই এক পাহাড় সফরে গিয়ে দার্জিলিংয়ে কাফে হাউস (Darjeeling Cafe House) তৈরির প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৈরি করে দিয়েছিলেন থিম সংও। বলেছিলেন, পর্যটক টানতে তৈরি হতেই পারে রুফটপ কাফে কারণ, ওই এলাকা থেকে স্পষ্ট দর্শন মেলে কাঞ্চনজঙ্ঘার। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে কফির কাপে চুমুক দিতে বহু পর্যটকই নয়া রুফটপ ক্যাফেতে ভিড় জমাবেন বলে আশা মুখ্যমন্ত্রীর। মাত্র তিন মাসের মধ্যে তৈরি হয়ে গিয়েছে এই কাফে। মঙ্গলবার সেই কাফেতে বসে গরম চায়ে চুমুক দিয়ে গান ধরলেন তিনি।

মুখ্যমন্ত্রীর বৈঠকী আড্ডায় অন্যান্যদের সঙ্গে হাজির ছিলেন বাঙালি অভিনেতা তথা গায়ক সাহেব চট্টোপাধ্যায়ও। তাঁর অনুরোধেই গানে গলা মেলান মুখ্যমন্ত্রী। গাইলেন রবীন্দ্র সংগীত। এদিন মমতা বলেন, কলকাতার কফি হাউসে মান্না দের গানের কথা মাথায় রেখেই দার্জিলিঙে ক্যাফে তৈরির কথা বলেছিলাম। কফির স্বাদের পাশাপাশি কলকাতা-রাজ্য এবং মা-মাটি-মানুষের স্বাদ পেতে এখানে আসতেই হবে।

Share.
Leave A Reply

Exit mobile version