কলকাতা ব্যুরো: রাজ্যে ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে বিধিনিনিষেধ, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই সাবধানতা অবলম্বন করছে সরকার। ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকছে লোকাল ট্রেন। তবে রাত্রিকালীন বিধিনিষেধ জারির সময়ে এবার বদল আনা হয়েছে। এতদিন পর্যন্ত রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি ছিল বিধিনিষেধ। এবার সেই সময় রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে। এই সময় অযথা চলাফেরার উপর নির্দেশিকা জারি হয়েছে। অত্যাবশ্যক কোনও কাজ ছাড়া বাড়ির বাইরে বেরনো যাবে না, এমনটাই স্পষ্ট জানানো হয়েছে।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃতীয় ঢেউয়ের কথা ভেবেই অতিরিক্ত সতর্ক রাজ্য। গবেষকরা জানাচ্ছেন, তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত রাখাটাই আমাদের কাছে প্রাধান্য পাবে। তাই কোনওভাবেই সুরক্ষার ক্ষেত্রে রাশ আলগা করা যাবে না। এদিন সাংবাদিকদের মমতা বলেন, “অনেকে আমায় প্রশ্ন করছেন, লোকাল ট্রেনটা কেন চলছে না? এর কারণ হচ্ছে, ভ্যাকসিনটা আমি যতক্ষণ পর্যন্ত গ্রামে-গঞ্জে পুরো না দিতে পারব, তাহলে এর (করোনার) প্রকোপ তো বাড়বে। এখন থেকেই তো (তৃতীয় ঢেউ) কন্ট্রোল করতে হবে। আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে যারা কলকাতায় আসতে চায়। সেই জন্য বাস-অটো সব চালু করে দেওয়া হয়েছে”।
পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে বলে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। কিন্তু রাজ্যে দৈনিক সংক্রমণ গ্রাফ অনেকটাই কম। তিনি আরও বলেন, রাজ্যে টিকাকরণ চলছে জোরকদমে। এখনও পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ মানুষ টিকা পেয়েছেন।’
মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিন উঠে আসে দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা। তিনি জানান, দুয়ারে সরকারে ৯৯ শতাংশ মানুষ উপকৃত হয়েছেন ৷ নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা জানালেন, নতুন করে ১৬ আগস্ট থেকে ফের দুয়ারে সরকার শুরু হবে ৷ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৷ এই পর্যায়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেওয়া হবে দুয়ারে সরকর কর্মসূচিতে ৷ বিনামূল্যে মিলবে ফর্ম ৷ মমতা জানিয়েছেন, দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আলাদা কাউন্টার থাকবে। ফর্ম ফিল আপে থাকছে বিশেষ নিয়ম। ফর্মে থাকবে ইউনিক নম্বর ৷ সেই নম্বর নথিভুক্ত হবে সরকারের খতিয়ানে। এই নম্বর ছাড়া ফর্ম ফিল আপ করা যাবে না।
মুখ্যমন্ত্রী আরও জানান, লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথীর ফর্মেও থাকবে ইউনিক নম্বর। এদিন একটি ফোন নম্বরও দেন মুখ্যমন্ত্রী ৷ যেখানে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানো হবে ৷ সেই নম্বরটি হল ১৭০৭/ ২২১৪৩৫২৬ ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ভাইফোঁটার দিনে দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে ৷
মমতা সাফ জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাঁরা সরকারি চাকরি করেন, পেনশন পান কিংবা ভাল বেসরকারি চাকরি করেন, তাঁরা আবেদন করতে পারবেন না। অন্যরা মাসে ৫০০ এবং তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারা মাসিক ১ হাজার টাকা করে পাবেন।