এক নজরে

ছত্রধরের বিরুদ্ধে এনআইএর মামলায় যুক্ত হতে চায় রাজ্য

By admin

December 04, 2020

কলকাতা ব্যুরো: ছত্রধর মাহাতোকে জেরা করতে চেয়ে এনআইএর দায়ের করা মামলায় যুক্ত হতে চেয়ে, হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার। রাজ্য সরকারের ছত্রধর মাহাতোকে নিয়ে কি বক্তব্য আছে? জানতে চাইল হাইকোর্ট। ২০০৯ সালে বাঁশ পাহাড়ি তে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক ও এক সিপি এম নেতাকে খুনের অভিযোগে ছত্রধরকে জেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে হাইকোর্টে মামলা করে জাতীয় তদন্তকারী সংস্থা।. জাতীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, নিম্ন আদালতে এই সংক্রান্ত মামলায় বারবার বলার পরেও ছত্রধর তদন্তে সহযোগিতা করেন নি। ফলে হাইকোর্ট এবার নির্দেশ দিক এবিষয়ে।

যদিও ছত্রধরের আইনজীবীর যুক্তি, ছত্রধর ইউএপিএ ধারায় অভিযুক্ত হলেও, তাকে হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে। তাহলে ফের কেন গ্রেফতার করার প্রয়োজন রয়েছে? পাশাপাশি তিনি তদন্তের জন্য সব ধরনের সহযোগিতা করবেন। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ জানতে চায়, রাষ্ট্রদোহি ধারাগুলি কি রাজ্য লাগু করেছে? আইনজীবী জানান, এগুলো এন আইএ লাগু করেছে। বিচারপতি এরপর রাজ্য সরকারের এই কেসের বিষয়ে বক্তব্য একসপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেন। এন আইএকে এই মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য এর আগে ছত্রধরের অব্যহতির মামলায় রাজ্য ছত্রধরের বিশেষ বিরোধিতা করেনি।