কলকাতা ব্যুরো: দূরপাল্লার রুটে দ্রুত বিদ্যুৎ চালিত যান চালাতে চা য় কেন্দ্র। পাশাপাশি যে সব গাড়িতে একইসঙ্গে বিদ্যুৎ এবং ডিজেল, পেট্রোল ব্যবহার হয় এমন গাড়ি চালানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রথম ধাপে দেশের সমস্ত জাতীয় সড়কে এবং রাজ্য সড়ক সহ অন্যান্য বড় রাস্তার ধারে বিদ্যুতের চার্জিং স্টেশন খুলতে আগ্রহীদের থেকে আবেদন পত্র চাওয়া হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাসে ৬৭০ টি করে বিদ্যুৎ চালিত বাস মহারাষ্ট্র, গোয়া, গুজরাট এবং চন্ডিগড় এর জন্য অনুমোদন দিয়েছে। আবার কেরালা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট ও পোর্ট ব্লেয়ার এর জন্যে দ্বিতীয় দফায় ২৪১ টি করে বাসের অনুমোদন দিয়েছে।

শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, রাজ্য এবং কেন্দ্রীয় ছাড়াও রাষ্ট্রায়ত্ত এমনকি বেসরকারি সংস্থাকে থেকেও দরপত্র চাইছে এই চার্জিং স্টেশন তৈরির আগ্রহীদের থেকে। এই ধাপে দিল্লি থেকে শ্রীনগর, দিল্লি থেকে কলকাতা, আগ্রা থেকে নাগপুর, মিরাট থেকে গঙ্গোত্রী, কলকাতা থেকে ভুবনেশ্বর, মুম্বাই থেকে বেঙ্গালুরু, মুম্বাই থেকে পুনে, আহমেদাবাদ থেকে ব্যাঙ্গালুরু সহ বহু জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়ের ধারে এই ইলেকট্রিক চার্জিং পরিকাঠামো গড়তে আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে এইসব চার্জিং স্টেশন তৈরীর জন্য কেন্দ্রীয় সরকার পরিকাঠামোগত সহায়তা দেবে। সে ক্ষেত্রে আর্থিক সহায়তা দিয়েই এইগুলি শুরু করার ব্যাপারে ভাবনা চিন্তা করেছে কেন্দ্র।

ইতিমধ্যেই কেরালার তিরুবনন্তপুরম ২৭ টি, মাল্লাপুরাম ২৮ টি এমন চার্জিং স্টেশনের অনুমতি দিয়েছে কেন্দ্র। আবার পোর্ট ব্লেয়ারের দশটি এবং তামিলনাড়ু তিরুচিরাপল্লী ২৮টি এমন স্টেশন তৈরির অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে। এরাজ্যেও পরিবহন দপ্তর ইতিমধ্যে বেশ কয়েকটি বিদ্যুৎচালিত বাস কিনেছে। সেই বাস গুলি বিভিন্ন রুটে চালানো হচ্ছে যাত্রী ভিড় সামাল দিতে। রাজ্য সরকারের লক্ষ্য, আগামী কয়েক বছরে রাজ্যে বিদ্যুৎ চালিত বাসের আরো বেশি ব্যবহার।

Share.
Leave A Reply

Exit mobile version