এক নজরে

আচমকা মৃত ফুটবলার চ্যাপম্যান

By admin

October 12, 2020

কলকাতা ব্যুরো: আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন ভারতীয় দলের ফুটবলার কারলটন চাপম্যানের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। তিনি কর্ণাটক ফুটবলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন।

সোমবার সকালেই তার মৃত্যু হয় বেঙ্গালুরুতে। রবিবার প্রচন্ড পিঠের ব্যথায় কাতর হয়ে চ্যপম্যান বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হন। ১৯৭১ সালে জন্ম হয় চ্যপম্যানের। ইস্টবেঙ্গলের হয় ফুটবল খেলেছেন নিয়মিত। একইসঙ্গে জেসিটি, এফসি কোচির হয়েও খেলেছেন তিনি। খেলা ছাড়ার পর বিভিন্ন ক্লাবে কোচিং করাতেন এই ভারতীয় ফুটবলার।