কলকাতা ব্যুরোঃ বছর শুরুতেই বদলে গেল দেশের জাতীয় সঙ্গীত। ২০২১-এ এমনই এক নজির গড়ল অস্ট্রেলিয়া। থেমে থাকার বছর পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার স্বপ্ন দেখছে গোটা বিশ্ব। এসময় নিজের দেশের আদিম ঐতিহ্য ও ঐক্যের কথা মাথায় রেখে জাতীয় সঙ্গীতে পরিবর্তনের কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

এই প্রথম নয়, এর আগেও বহুবার অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতে পরিবর্তন এসেছে। ১৯৪৩ সালে প্রথম অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পাওয়া সঙ্গীতে ছিল ব্রিটেনের ছোঁয়া। ১৯ শতকে গানটি প্রথম পরিবেশন করেছিলেন এক ব্রিটিশ নাগরিক পিটার ডডস ম্যাককর্মিক। তাই কার্যত ব্রিটেনের জয়গান করা হয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতে। যা নিয়ে বারবার বিতর্কের সৃষ্টি হয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতে প্রথম পরিবর্তন আনা হয় ১৯৮৪ সালে। ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ গানটি থেকে ‘গড সেভ দ্য ক্যুইন’ পঙক্তিটি বাদ দেওয়া হয় সেই সময়। এরপরেও বদলেছে এই গানের একাধিক পঙক্তি। ফের বদল হল গানের কথায়।

এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, ব্রিটিশদের ঔপনিবেশ স্থাপনের অনেক আগে থেকেই অস্ট্রেলিয়াতে বসবাস করে আসছে ৩০০-রও বেশি জনগোষ্ঠীর মানুষ। তাই তাঁদের অবদানকে কখনই উপেক্ষা করা যায় না। তাই নতুন বছরে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত।

Share.
Leave A Reply

Exit mobile version