এক নজরে

#Primary Scam : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে হাজিরা চন্দন মণ্ডলের

By admin

July 22, 2022

কলকাতা ব্যুরো: হাইকোর্টে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Scam) মামলায় নাম জড়ানো চন্দন মণ্ডল। হাইকোর্টে দাঁড়িয়ে শুক্রবার তিনি জানান, তিনি কারও থেকে টাকা নেননি। কাউকে চাকরিও পাইয়ে দেননি। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চন্দন মণ্ডলকে বলেন, আপনার বিরুদ্ধে কি অভিযোগ আপনি জানেন? জবাবে চন্দন মণ্ডল জানান, তিনি কিছু জানেন না। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় ফের বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি টাকা নিয়ে চাকরি পাইয়ে দিতেন, চাকরি দিতে না পারলে টাকা ফেরত দিতেন?

চন্দন মণ্ডলের উত্তর, আমার নামে ভিডিয়ো করে ভাইরাল করা হয়েছে। আমি এসবের কিছু জানি না। এমনকি উপেন বিশ্বাস নামে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সিবিআই অফিসার যিনি এই বিষয়ে ভিডিয়োটি বানিয়েছেন সেই ব্যক্তির সঙ্গে আমার কখনও মুখোমুখি দেখাও হয়নি। কেউ কাউকে চিনিও না।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় (Primary Scam) সম্প্রতি যখন একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই সময় একটি ভিডিও বানিয়ে সামাজমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিলেন উপেন বিশ্বাস। তারপরই বিচারপতি উপেন বিশ্বাসকে শিক্ষক নিয়োগের মামলায় পার্টি করেন। আদালতে ডাক পড়ে চন্দন মণ্ডল নামে এই ব্যাক্তির।

এদিন চন্দন মণ্ডলের আইনজীবী আদালতে জানান, ইতিমধ্যেই তিনি সিবিআই’য়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এবং চন্দন মণ্ডলের বাড়িতে ইডি তল্লাশিও চালিয়েছে।