কলকাতা ব্যুরো: একেই মনে হয় বলে ঠেলার নাম বাবাজি! আম্পানের দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে এবার বঙ্গোপসাগরে নিম্নচাপে ঝড়ঝঞ্ঝা বজ্রপাতের পূর্বাভাস থাকায়, আগেই বিদ্যুতের সমস্যা হতে পারে বলে, শহরবাসীকে জানিয়ে সহযোগিতার আহ্বান করলো সিইএসসি। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে যদি বিদ্যুৎ সংক্রান্ত কোন সমস্যা হয় তাহলে ১৯১২ টোল ফ্রি নাম্বারে ফোন করে জানানোর পরামর্শ দিল ওই বিদ্যুৎ পরিবহন সংস্থা।
মে মাসে আম্পানের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শহরে সবচেয়ে বড় নাগরিক ক্ষোভের মুখে পড়তে হয়েছিল সিইএসসিকে। তখন বোঝা গিয়েছিল এই বিদ্যুৎ পরিবহন সংস্থার এমন বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো নেই। একই সঙ্গে আগেভাগে দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা না রাখায় সরকারের অসন্তোষের মুখে পড়তে হয়েছিল এই বেসরকারি বিদ্যুৎ পরিবহন সংস্থাকে।
গত কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তর রবিবার থেকে তিনদিন নিম্নচাপের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে। এবার আগেভাগেই সিইএসসি সমস্যা হতে পারে বলে আগাম জানিয়ে রাখলো।