এক নজরে

হঠাৎ গোর্খাল্যান্ড নিয়ে বৈঠক কেন্দ্রের, বিধানসভা ভোট এর কারণ কি না প্রশ্ন

By admin

October 05, 2020

কলকাতা ব্যুরো: বিধানসভা ভোট এগিয়ে আসতেই গোর্খাল্যান্ড নিয়ে আবার নড়েচড়ে বসলো কেন্দ্রীয় সরকার। আগামী ৭ অক্টোবর বেলা ১১ টায় দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক ডেকেছে কেন্দ্র। সেই বৈঠকে রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চাকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।এতদিন চুপচাপ থাকার পর হঠাৎ করেই পাহাড় নিয়ে কেন্দ্রের এই বৈঠকে অন্য গন্ধ পাচ্ছে বর্তমান জি জে এম কার্যকর্তারা। যদিও তারও আগে প্রশ্ন উঠেছে, জি জে এমের কাদেরকে কেন্দ্র বৈঠক ডেকেছে তা নিয়ে। কেননা কেন্দ্রীয় সরকারের পাঠানো চিঠিতে জনমুক্তি মোর্চার যে ঠিকানা দেওয়া হয়েছে তা, সিং মারি, নর্থপয়েন্ট দার্জিলিং ঠিকানার। এই ঠিকানায় একসময় বিমল গুরুং য়ের অফিস ছিল। ২০১৭ সালে গোলমালের সময় যে অফিস বন্ধ করে দেয় জেলা প্রশাসন।ফলে বিমল গুরুং নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা, নাকি বিনয় তামাং এর নেতৃত্বাধীন বর্তমান রাজ্যের শাসক ঘনিষ্ঠ সংগঠন, কাদের ওই বৈঠক ডাকা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বর্তমান জিটি এ চেয়ারপারসন অনিত থাপা। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ারপারসন থাপা অবশ্য এই ত্রিপাক্ষিক বৈঠকের পিছনে আসন্ন বিধানসভা ভোট আছে কিনা সেই প্রশ্নই তুলে দিয়েছেন। তার বক্তব্য, আমরা সবসময়ই আলোচনার পক্ষে গোর্খাল্যান্ড প্রসঙ্গে। কিন্তু প্রশ্ন, কেন্দ্র হঠাৎ এখন বৈঠক ডাকলো কেন? ২০২১ এর বিধানসভা ভোটে পাহাড় থেকে ফল পেতে কি কেন্দ্রের এখন এই বৈঠক ডাকা, প্রশ্ন তুলেছেন বিনয় তামাং ঘনিষ্ঠ অনিত।২০১৭ সালের জুন মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভানু ভবনে মন্ত্রিসভার বৈঠকের দিন গোলমাল এর সূচনা। তারপরের ১০৪ দিন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দার্জিলিং, কালিম্পং পাহাড়। খুন, ডাকাতি, অগ্নিকাণ্ড, সরকারি ভবন ধ্বংস -একের পর এক ঘটনায় পুলিশ অভিযুক্ত করেছিল গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং সহ অন্য নেতাদের। পুলিশের তাড়া খেয়ে বিমল গুরুং ও অন্য অভিযুক্তরা পাহাড় ছাড়েন। বিনয় তামাং রাজ্যের শাসক এর সঙ্গে যোগাযোগ রেখে চলতে থাকেন। বর্তমানে তারাই পাহাড়ে ক্ষমতায়। জিটিএ তে তাদের দায়িত্ব দিয়ে বসিয়েছে রাজ্য সরকার। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্য লোকসভা ভোটে দার্জিলিং পাহাড় দখল করে নিয়েছে বিজেপি। কিন্তু এবার বিধানসভা ভোটে নতুন করে সেখানে কিছুটা জনসমর্থন নিজেদের পক্ষে আনতে বিজেপির ত্রিপাক্ষিক বৈঠকের ডাকা না, সে প্রশ্ন তুলছেন পাহাড়ের গোর্খা রা।