এক নজরে

Russia Ukraine War: যুদ্ধের মাঝেই সুখবর শোনালো কেন্দ্র

By admin

February 26, 2022

কলকাতা ব্যুরো: ইউক্রেনে (#Ukraine) আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য নয়া ব্যবস্থার বন্দোবস্ত করলো কেন্দ্রীয় সরকার ৷ পরিকল্পনায় বদল এনে রাশিয়া বাদে অন্যান্য যে সকল দেশগুলির সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে, সেই সকল সীমান্ত দিয়ে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে তৎপর হল বিদেশমন্ত্রক ৷ জানা গিয়েছে, পুরো ব্যবস্থাপনার ব্যয় বহন করবে ভারত সরকারই ৷

সরকারি সূত্র মারফৎ জানা গিয়েছে , ভারতীয় সময় শুক্রবার রাতেই বুখারেস্ট (রোমানিয়া) থেকে ভারত সরকারের একটি চার্টার্ড বিমান রওনা হবে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ৷ আরেকটি বিমান রওনা হবে আগামীকাল বুদাপেস্ট (হাঙ্গেরি) থেকে ৷ বিদেশমন্ত্রকের একটি করে বিশেষ দল হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়া সীমান্তে পৌঁছে যাবে। তারাই পুরো উদ্ধারকাজ তদারকি করবে বলে খবর ৷

যুদ্ধের আশঙ্কায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এয়ার ইন্ডিয়ার (#AirIndia) বিশেষ বিমান ২২, ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি ইউক্রেন থেকে ফিরিয়ে আনবে সেদেশে আটকে পড়া ভারতীয়দের ৷ পরিকল্পনা মোতাবেক ২২ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান বরিস্পিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪২ জনকে নিয়ে নিরাপদে নয়াদিল্লিতে পৌঁছেছিল ৷ কিন্তু এরপরই বদলে যায় সামগ্রিক পরিস্থিতি ৷ বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনে আক্রমণ ঘোষণা করার পর বন্ধ করে দেওয়া হয় সেদেশের এয়ারস্পেস ৷ এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানটিকে মাঝপথ থেকেই ফিরে আসতে হয় দেশে ৷ তখনও যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে প্রায় ১৬ হাজার ভারতীয় আটকে ৷

স্বাভাবিক ভাবেই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফেরাতে বিকল্প রাস্তার কথা ভাবতে হত ভারত সরকারকে ৷ রাশিয়া বাদে ইউক্রেনের সঙ্গে অন্যান্য দেশের সীমান্ত দিয়ে আকাশপথে ফেরানোই একমাত্র পথ হিসেবে খোলা ছিল সরকারের কাছে ৷.