কলকাতা ব্যুরো: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার পরেই তিন পদস্থ আইপিএস অফিসারকে ডেপুটেশনে তালবের ঘটনায় কেন্দ্র আরো চাপ বাড়ালো রাজ্যের উপরে। প্রথমে ওই তিন অফিসারকে স্বরাষ্ট্রমন্ত্রকে যোগদানের জন্য তাদের ছাড়তে রাজ্যকে চিঠি দিয়েছিল কেন্দ্র। কিন্তু রাজ্য পত্রপাঠ তাতে আপত্তি জানিয়ে চিঠি পাঠিয়ে দেয়। এরপর কিছুদিন সবকিছু থেমে যাওয়ার পর আজ কেন্দ্রের তরফে নতুন করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তাতে ওই তিন পুলিশ অফিসারকে রীতিমতো ডেপুটেশনে কোথায় পোস্টিং পাবেন তাও উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে।

রাজীব মিশ্র : ইন্দো – তিবেটিয়ান বর্ডার পুলিশ ৫ বছরের জন্য

প্রভিন ত্রিপাঠী : স্বরাষ্ট্র সীমা বল ৫ বছরের জন্য

ভোলানাথ পান্ডে : ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ৫ বছরের জন্য

ফলে এই ইস্যুতে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত আরো চরমে ওঠার আশঙ্কা করছেন রাজনৈতিক মহল। আপাতত এই নির্দেশের বিরোধিতা করে রাজ্য সরকার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা ক্যাটে অভিযোগ দায়ের করতে পারে। রাজ্যের আইনজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রথমে রাজ্য সরকার ওই আবেদন করার পর পরিস্থিতি বুঝে পরে ওই তিন আইপিএস একইভাবে ক্যাট এ মামলা দায়েরের পরামর্শ দেওয়া হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version