এক নজরে

DG Manoj Malviya: স্থায়ীভাবে রাজ্যের ডিজি হচ্ছেন মনোজ মালব্যই

By admin

December 24, 2021

কলকাতা ব্যুরো: ডিজি পদে মনোজ মালব্যকেই স্থায়ী করার বিষয়ে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার ছাড়পত্র এসে পৌঁছেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্রদপ্তরের কাছে। মনোজ মালব্যকে ডিজি করা হলেও এতদিন তাঁকে স্থায়ী করা হয়নি। তিনি কার্যনির্বাহী ডিজি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রীয় অনুমোদন মেলার পর এবার রাজ্য সরকার এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে।

চলতি বছরের ৩১ আগস্ট রাজ্যের তৎকালীন ডিজি বীরেন্দ্রর কার্যকালের মেয়াদ শেষ হয়। তাঁর জায়গায় রাজ্যের প্রস্তাবিত তালিকা থেকে কোন আইপিএস অফিসার দায়িত্ব নিচ্ছেন, সেদিকে নজর ছিল ওয়াকিবহাল মহলের। যদিও কেন্দ্রের তরফে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত না মেলায় বিষয়টি খানিকটা দোলাচলে ছিল।

জল্পনা চলছিল ১৯৮৬ সালের IPS ব্যাচের আধিকারিক মনোজ মালব্যই হয়তো এই পদে আসীন হতে চলেছেন। জল্পনাকে সিলমোহর দিয়ে বেশ কয়েক বছর ধরে DG & IGP পদের দায়িত্ব সামলানো মনোজ মালব্য সেপ্টেম্বর থেকে ডিজি হিসাবে দায়িত্ব নেন।

মনোজ মালব্যকে ডিজি করা হলেও তাঁকে স্থায়ী ডিজি করা হয়নি। তবে নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার ডিজি পদে মনোজ মালব্যকেই স্থায়ী করার বিষয়ে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পর এবার রাজ্য সরকার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে।