কলকাতা ব্যুরো: ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই এবার নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। ১২টি ঝুঁকি পূর্ণ দেশ থেকে যারা ভারতে ফিরবেন তাঁদের ক্ষেত্রে এই নির্দেশিকা মেনে চলার বার্তা দেওয়া হয়েছে। অনেক দেশই আন্তর্জাতিক উডানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

যদিও ভারত এখনও সে পথে হাঁটেনি। তবে রাজ্যগুলির তরফে তেমন অনুরোধ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তারই প্রেক্ষিতে আরও একদফা নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যে সব দেশে ওমিক্রনের সন্ধান পাওয়া গিয়েছে, সেখান থেকে ভারতে আসতে গেলে মেনে চলতে হবে কড়া বিধিনিষেধ। বিমান থেকে নামার পর বিমানবন্দরেই বাধ্যতামূলক করা হয়েছে কোভিড পরীক্ষা।

পাশাপাশি প্রত্যেক যাত্রীকে উড়ানের আগে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এছাড়াও জমা করতে হবে শেষ ১৪ দিনের ট্রাভেল হিস্ট্রি। এই সমস্ত তথ্য কেন্দ্রীয় সরকারের সুবিধা পোর্টালে আপলোড করতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা গিয়েছে। ব্রিটেন, দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, বাংলাদেশ, বতসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং, ইজরায়েলের মতো ১২টি দেশকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এ সব দেশেই মিলেছে নতুন ওমিক্রন সংক্রমনের নজির।

সূত্রের খবর, ইতিমধ্যেই বিমানবন্দর পরিচালনাকারী ওই সংস্থা নিজেদের মধ্যে বৈঠক সেরেছে। সেখানে কর্তব্যরত সকল আধিকারিকে সচেতন করা হয়েছে, যাতে কোনও ভাবেই কোনও গাফিলতি থেকে না যায়। সোমবারই প্রথম দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা এক ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ৩৯ বছর বয়সী চণ্ডীগড়ের বাসিন্দা ওই ব্যক্তি দিন কয়েক আগে ভারতে এসেছেন। তাঁর এক আত্মীয় এবং এক গৃহ সহায়কেরও কোভিড ধরা পড়েছে। তাঁদের সকলের নমুনা বিশেষ পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version