কলকাতা ব্যুরো: আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচন ৷ উপনির্বাচনের জন্য সোমবার রাতেই রাজ্যে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। তবে এখনই পুরো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে না। ধাপে ধাপে রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনীর বাকি জওয়ানরা। এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে।
মঙ্গলবার সকাল থেকেই দুই নির্বাচনী কেন্দ্রে টহলদারির কাজে মোতায়ন করা হলো কেন্দ্রীয় বাহিনীকে।শুরু হয়েছে রুটমার্চও। উপনির্বাচনের জন্য মোট ১৩৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে আগেই জানিয়েছিল কমিশন। কমিশন জানিয়েছিল ২৮ মার্চ থেকেই রাজ্যের দুই নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী আসবে। সেই অনুযায়ী সোমবার রাতেই রাজ্যে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।
মঙ্গলবার সকালে বালিগঞ্জ বিধানসভা এলাকার গড়িয়াহাটে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বর্তমানে বালিগঞ্জে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বাবুল সুপ্রিয় যে অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য়ের বিধানসভা ভোটের পর থেকে কম জল গড়ায়নি। রাজ্যের সকল উপনির্বাচন এবং পুরভোটে সর্বদাই কেন্দ্রীয় বাহিনীকেই চেয়ে এসেছে বিজেপি। তবে বারবার কলকাতা হাইকোর্টে এনিয়ে মামলাও উঠেছে। কিন্তু প্রতিবার পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর কোনও দরকার নেই বলেই সাফ জানিয়েছে কলকাতা হাইকোর্ট।