এক নজরে

কেন্দ্রীয় প্রকল্পের হিসেব নিতে রাজ্যে প্রতিনিধি দল

By admin

August 25, 2021

কলকাতা ব্যুরো: এমনিতেই কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সংঘাতের আবহ আরও বাড়িয়ে এবার কেন্দ্রীয় সরকারি প্রকল্পের হিসেব নিতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল।

এই প্রতিনিধি দলের কাজ হল, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখা। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সংঘাত নতুন নয়। তাই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন।

প্রশাসন সূত্রে খবর, মূলত গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত পরিষেবার সঙ্গে যুক্ত বিষয়গুলি নিয়ে কেন্দ্রের যে সমস্ত প্রকল্প রয়েছে, তা রাজ্যে সঠিক ভাবে এগিয়েছে কি না, তাই খতিয়ে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বুধবার সকালেই রাজ্যে পৌঁছয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রথমেই তাঁদের যাওয়ার কথা দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে আগামী জানুয়ারি মাসে বসবে গঙ্গাসাগর মেলা। তার আগে সেখানে গ্রামোন্নয়নের ক্ষেত্রে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর কী কী বিষয়ে কাজ করেছে, তা দেখবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলটি।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজের পাশাপাশি গ্রামীণ রাস্তা নির্মাণ, পরিশ্রুত পানীয় জল, গ্রামীণ স্থানীয় প্রশাসনের পরিকাঠামো ঠিকঠাক ভাবে গড়া হয়েছে কি না তাও দেখা হবে। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে দিকেই নজর দেবেন প্রতিনিধি দলের সদস্যরা।

রাজ্য প্রশাসনের এক কর্তার কথায়, গ্রামসড়ক যোজনা, আবাস যোজনা, স্বচ্ছ ভারত প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে। সেগুলোই মূলত দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। বুধবার সরেজমিনে ওই বিষয়গুলির উপর আলোকপাত করার পর বৃহস্পতিবার নবান্নে রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

প্রসঙ্গত, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না৷ এই অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এখানেই থেমে না-থেকে দিল্লিতে গিয়েও দরবার করেছেন তিনি৷ তাঁর অভিযোগ, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও অন্যান্য রাজ্য কম ক্ষতিগ্রস্ত হয়েও অনেক বেশি কেন্দ্রীয় সাহায্য পাচ্ছে। সেখানে বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে। এবার কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল আসায় নতুন করে সংঘাত বাধে কি না, সে দিকেই নজর রাজনৈতিক মহলের৷