কলকাতা ব্যুরো: বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় ধৃত খুররাম খানের দুবাই যোগের অভিযোগ উঠেছে। এ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সেন্ট্রাল আইবি। হাওয়ালার মাধ্যমে তার সঙ্গে দুবাইয়ের আর্থিক যোগাযোগের অভিযোগ সামনে এসেছে। মনীশ হত্যায় ধৃত তিনজনকে জেরা করে একথা জানতে পেরেছেন তদন্তকারীরা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাবার হত্যার বদলা নিতেই মনীশ খুনের পরিকল্পনা করে খুররাম। পাঁচ বছর আগে খুন হন তাঁর বাবা। যে ঘটনায় নাম জড়িয়েছিলো মনীশের। জানা যাচ্ছে, এই কাজের জন্য ভিন রাজ্যের ছয় জনের সঙ্গে যোগাযোগ করে খুররাম। তাদের খোঁজেও চলছে তল্লাশি। একইসঙ্গে এই ঘটনার নেপথ্যে আরো একজন মাস্টার মাইন্ডও যুক্ত রয়েছে বলে জেনেছেন গোয়েন্দারা। তার খোঁজেও চলছে তল্লাশি। মনীশ খুনে ঝাড়খণ্ডের অস্ত্র কিভাবে এরাজ্যে এলো তাও বোঝার চেষ্টা করছেন সিআইডির তদন্তকারীরা।

Share.
Leave A Reply

Exit mobile version