এক নজরে

রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পে এবার দেখা মিলবে তারকাদের

By admin

December 26, 2020

কলকাতা ব্যুরো: রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পে এবার দেখা মিলবে তারকাদের। তৃণমূলের তারকা সাংসদ, বিধায়করা এবার আপনার এলাকায় হাজির হবে ‘দুয়ারে সরকার’ নিয়ে। কর্মসূচির বাকি একটা মাস অর্থাৎ জানুয়ারিতে দেব, নুসরত, মিমির মতো তারকা পৌঁছে দেবেন প্রকল্পের সুবিধা। ইতিমধ্যেই এই নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে বলেও সূত্রের খবর। এছাড়া তারকা প্রচারকদের তালিকায় রয়েছে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, লক্ষ্মীরতন শুক্লা এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের নাম। কে, কোথায়, কবে প্রচার করবেন, তার চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি বলেই জানা গিয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, দু’মাসের প্রকল্প একমাসেই অনেকটা লক্ষ্য পূরণ করেছে। এখনও সম্পূর্ণ জানুয়ারি মাস চলবে এই প্রকল্প। রাজ্যের জনসাধারণের কাছে এই প্রকল্পকে আরও জনপ্রিয় করে তুলতেই এই উদ্যোগ।

প্রসঙ্গত, করোনা কালে নিজের এলাকায় গিয়ে স্থানীয়দের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, ত্রাণসাহায্য দিতে চেয়েছিলেন। কিন্তু দেবের মতো হাইপ্রোফাইল সাংসদের নিরাপত্তার কথা ভেবে সেসময় তাঁকে যেতে দেওয়া হয়নি দলের তরফে। তবে মিমি বরাবরই রাজনীতিতে আলাদা পরিচয় রেখেছে। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রীকে একাধিক দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সময় দেখা গিয়েছে। তাই তাঁর উপর ভরসা করে সহজেই কাজ এগোনোর লক্ষ্য তৃণমূলের।

এছাড়া বসিরহাটের তারকা সাংসদ নুসরতও জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তাঁকে বহুবার দেখা গিয়েছে বিজেপির সমালোচনায় টুইটারে সরব হতে। তাই তাঁকে আরও বেশি করে কাজে লাগাতে চায় শাসকদল।