কলকাতা ব্যুরো: পূর্ণ সামরিক মর্যাদায় শেষ হল সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য। শুক্রবার বিকেলে নয়াদিল্লির ব্রার স্কোয়ার ক্রিমেটোরিয়ামে বিউগলের শব্দে ও ১৭টি তোপধ্বনিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ ওই একই জায়গায় এদিন শেষকৃত্য হয়েছে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতেরও ৷ তাঁদের কন্যাদ্বয় কৃতিকা ও তারিনি মা-বাবার মুখাগ্নি করেন ৷ শেষকৃত্যের পর বিপিন রাওয়াতের ছোট মেয়ে তারিনি জানান, তাঁর হরিদ্বারে মা-বাবার অস্থিভস্ম ভাসিয়ে দেবেন ৷
তামিলনাড়ুতে নীলগিরি পাহাড়ে চপার দুর্ঘটনায় নিহত হন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। ওই চপার দুর্ঘটনায় মারা গিয়েছেন আরও কয়েকজন ৷ সেই তালিকায় ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতও।
শুক্রবার ব্রার স্কোয়ার ক্রিমেটোরিয়ামে বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী কিরেন রিজিজু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-সহ আরও অনেকে ৷ তাঁরাও শেষ শ্রদ্ধা জানান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে ৷ শেষকৃত্য হাজির ছিলেন ৮০০ জন সেনাকর্মী ৷
গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ মোট ১৩ জনের। দুর্ঘটনায় বর্তমানে জীবীত মাত্র একজন, বরুণ সিং। আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এদিন সকালে রাওয়াতের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার লখবিন্দর সিং লিড্ডার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় নেন। আর শুক্রবার বিকেলে চিরতরে প্রস্থান ঘটল দেশের বীর সন্তানের। তাঁর অকাল প্রয়াণে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বিরাট শূন্যস্থান তৈরি হল।
নয়াদিল্লির কামরাজ মার্গে বিপিন রাওয়াতের বাড়ি থেকে ১০ কিলোমিটার পথ সেনার গাড়িতে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর মরদেহ নিয়ে আসা হয় শ্মশানে ৷ বহু মানুষ শেষযাত্রায় অংশ নেন ৷ কারও গলায় ছিল বন্দেমাতরম, কেউ বলছিলেন- ‘যব তক সুরজ চাঁদ রহেগা, রাওয়াতজি কা নাম রহেগা’।