কলকাতা ব্যুরো: শেষরক্ষা হল না। তামিলনাড়ুর কুন্নুরে সেনার কপ্টার দুঘর্টনা প্রয়াত বিপিন রাওয়াত। ১৪ জনের মধ্য়ে ১৩ জনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়েছে। এখনও চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।
সেনাবাহিনীর প্রয়াত সর্বাধিনায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইট করে তিনি লেখেন, ‘তামিলনাড়ুতে এক চূড়ান্ত দুর্ভাগ্যজনক চপার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্য ১১ জন সেনাকর্মীর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। ওঁর অকালপ্রয়াণ আমাদের সেনা ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
এছাড়াও আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘জেনারেল রাওয়াত ব্যতিক্রমী সাহস ও ধৈর্যের সঙ্গে দেশের সেবা করেছেন। দেশে প্রথম সেনা সর্বাধিনায়ক হিসেবে তিনি দেশের সেনাবাহিনীর সংযুক্তিকরণের পরিকল্পনা করেছিলেন।’ সেই সঙ্গে দুর্ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র জীবিত বরুণ সিংয়ের দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন তিনি।
বুধবার বেলা ১২:৪০ নাগাদ নীলগিরির কাছে আচমকা ওই কপ্টার ভেঙে পড়ে। ওই হেলিকপ্টারেই ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। স্ত্রী মধুলিকা রাওয়াতের সঙ্গে তিনি সুলুর থেকে কুন্নুরে যাচ্ছিলেন তিনি। কিন্তু, মাঝ আকাশে আচমকাই ঘটলো বিপত্তি। খারাপ আবহাওয়ার কারণে ভেঙে পড়ে ওই সেনা কপ্টার। মৃত্যু হয়েছে সেনা কপ্টারে সওয়ার আরও ১২ জনেরও। এখনও পর্যন্ত ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের। তাঁদের মধ্যে রয়েছেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকাও।
দুর্ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করা হয়। তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। ওয়েলিংটন সেনা হাসপাতালে কিছু সময়ের জন্য ভর্তি ছিলেন তিনি। সেনা সর্বাধিনায়কের চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিক্যাল টিমও তৈরি হয়। কিন্তু শেষরক্ষা হল না। প্রয়াত হলেন সস্ত্রীক বিপিন রাওয়াত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন রাওয়াতের প্রয়াণে।
তবে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় উঠে আসছে অন্তর্ঘাতের তত্ত্ব। প্রথমে মনে করা হয়েছিল, হাইটেনশন তারে ধাক্কা লেগে মাটিতে পড়ার পর আগুন লেগে গিয়েছিল কপ্টারে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশেই আগুন লাগে হেলিকপ্টারে। এরপর জ্বলন্ত হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। আপাতত হেলিকপ্টারের ব্ল্যাক বক্সের খোঁজ করা হচ্ছে। এই ব্ল্যাক বক্স পাওয়া গেলেই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে আজই সংসদে বিবৃতি পেশ করার কথা ছিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনাও বাতিল করা হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সংসদে তিনি এই বিষয়ে কথা বলবেন। আজ তামিলনাড়ুতে যাওয়ার কথা থাকলেও, সেই পরিকল্পনাও বাতিল করা হয়েছে। তবে তিনি দুপুরেই বিপিন রাওয়াতের বাড়িতে যান। সেখানে মিনিট পাঁচেক থেকে বেরিয়ে আসেন। আপাতত বায়ুসেনার প্রধানকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। তাঁদের দেহ উদ্ধার করা হয়। বিপিন রাওয়াত সহ বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি।
জানা গিয়েছে, নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজে একটি অনুষ্ঠান ছিল। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল তাঁর। অগ্নিদগ্ধ চপারের নীচ থেকে উদ্ধারকৃত ব্যক্তিদের বেশিরভাগকেই এদিন শনাক্ত করা যায়নি। বিপিন রাওয়াতেরও শরীরের প্রায় ৯০ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল বলে খবর।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হিসেবে নিযুক্ত হন বিপিন রাওয়াত। টানা ১০ বছর জঙ্গিবিরোধী অভিযানে যুক্ত ছিলেন তিনি। মেজর হিসেবে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে তাঁকে ‘সোর্ড অফ অনার’ সম্মানে ভূষিত করা হয়।