কলকাতা ব্যুরো: হাঁসখালি ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার রাত ১১.৫৫ নাগাদ হাঁসখালিতে পৌঁছলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থআর গোয়েন্দারা। দিল্লি থেকে সিবিআইয়ের একটি বড় দল এসে পৌঁছলো বাংলায়। এদিন সিবিআই আধিকারিকরা প্রথমেই যান হাঁসখালি থানায়। সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে কিছুক্ষন রুদ্ধদ্বার বৈঠকও সারেন। একই সঙ্গে রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার তদন্তভার সিবিআইয়ের কাঁধে রয়েছে। তাই সমস্ত ঘটনার দ্রুত তদন্তের নিষ্পত্তির জন্য আরও আধিকারিক রাজ্যে আসছেন বলে খবর।

প্রসঙ্গত, হাঁসখালি কাণ্ডে পুলিশি তদন্তে একাধিক খামতির কথা উল্লেখ করেছে কলকাতা হাইকোর্ট। মৃতার পরিবার এবং স্থানীয়দের আস্থা ফেরাতে নাবালিকার গণধর্ষণ এবং খুনের মামলায় মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তের স্টেটাস রিপোর্ট ২ মে হাইকোর্টে জমা দেবে সিবিআই।

উল্লেখ্য, রামপুরহাটের বগটুই গণহত্যা মামলা এবং তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পাশাপাশি ঝালদার কংগ্রেস কাউন্সিলর হত্যা মামলাতেও সিবিআইকে তদন্তভার দিয়েছে উচ্চ আদালত। এছাড়া কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তও সিবিআইকে দিয়েছে হাইকোর্ট। সেই মতো হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলাতে কেন্দ্রীয় তদন্ত সংস্থার উপরেই ভরসা রেখেছে হাইকোর্ট। 

Share.
Leave A Reply

Exit mobile version