এক নজরে

Manas Bhunia: আইকোর মামলায় মানস ভুঁইয়াকে তলব সিবিআইয়ের

By admin

September 19, 2021

কলকাতা ব্যুরো: আইকোর চিটফান্ড মামলায় এবার মানস ভুঁইয়াকে তলব করলো সিবিআই। সোমবার সিজিও কমপ্লেক্সে সকাল ১১টার সময় রাজ্যের মন্ত্রীকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷

প্রসঙ্গত, সম্প্রতি আইকোর চিটফান্ড মামলার তদন্তে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আর সেই মামলায় মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল সিবিআই ৷ গত সপ্তাহে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর চিটফান্ড মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই ৷ কিন্তু, তাঁর দফতরের কাজ থাকায় নিজাম প্যালেসে হাজিরা দিতে যাননি পার্থ চট্টোপাধ্যায় ৷ এরপরেই সিবিআই আধিকারিকদের একটি দল মন্ত্রীর দফতরে পৌঁছে যায় জিজ্ঞাসাবাদের জন্য। মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো নিয়ে সিবিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আইকোর সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া ৷

অভিযোগ, সেই অনুষ্ঠানে আইকোর সংস্থার প্রধান অনুকূল মাইতির কাজের প্রশংসাও করেছিলেন রাজ্যের বর্তমান মন্ত্রী ৷ আর এখানেই মানস ভুঁইয়ার ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৷ আর সেই প্রসঙ্গেই এবার তাঁকে জিজ্ঞসাবাদ করা হবে। তবে, মানস ভুঁইয়া সোমবার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ এ নিয়ে মন্ত্রীকে ফোন করা হলে, তাঁকে পাওয়া যায়নি ৷

অন্যদিকে, রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই আধিকারিকদের আইকোর চিটফান্ড মামলায় সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ৷ পার্থবাবু সিবিআইকে জানিয়েছেন, তৎকালীন সময়ে রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং শিল্প দফতরের মন্ত্রী ছিলেন ৷ সেই সূত্রেই একটি নির্দিষ্ট সংস্থা (আইকোর) তাঁকে তাদের অনুষ্ঠানে আহ্বান জানিয়েছিল ৷ তিনিও রাজ্যের শিল্পমন্ত্রী হিসেবে কর্মসংস্থানের সুযোগের কথা ভেবে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ ওই সংস্থা সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে তদন্তকারী সংস্থার আধিকারিকদের জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।