কলকাতা ব্যুরো: আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়ার পর এবার মদন মিত্রকে তলব করলো সিবিআই। সেইসঙ্গে তাঁর ছেলে স্বরূপ মিত্রকেও নোটিশ পাঠানো হয়েছে সিবিআই-এর তরফে। সূত্রের খবর, মদন মিত্রকে সোমবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ছেলেকে মঙ্গলবার হাজিরা দেওয়া নির্দেশ দিয়েছে সিবিআই।
সিবিআই সূত্রের খবর, আইকোর মামলার তদন্তে নেমে একাধিক নথিপত্র এবং বিভিন্ন ভিডিয়ো ফুটেজ দেখে তারা একপ্রকার নিশ্চিত যে আইকোর চিটফান্ডের মালিক অনুকূল মাইতির সঙ্গে মদন মিত্র এবং তাঁর ছেলে স্বরূপ মিত্রের যোগ রয়েছে। তাহলে কি তাঁরা কোনওভাবে আর্থিক লাভবান হয়েছিলেন? আর কী কী সুবিধা নিয়েছিলেন মদন মিত্র এবং তাঁর ছেলে স্বরূপ মিত্র? এ সমস্ত কিছু জানার জন্যই আজ সিজিও কমপ্লেক্সে তাঁদের তলব করেছে সিবিআই। এক্ষেত্রে মদন মিত্র এবং তাঁর ছেলে স্বরূপ মিত্রের বয়ান রেকর্ড করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।
প্রসঙ্গত, আইকোর চিটফান্ড মামলায় গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের নেতাদের তলব করেছে সিবিআই। গত সপ্তাহে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর চিটফান্ড মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছিল সিবিআই কিন্তু, তাঁর দফতরের কাজ থাকায় নিজাম প্যালেসে হাজিরা দিতে যাননি পার্থ চট্টোপাধ্যায়। এর পরেই সিবিআই আধিকারিকদের একটি দল মন্ত্রীর দফতরে পৌঁছে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এরপরেই মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় সিবিআই। তাঁর বিধানসভা এলাকায় বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দেন মানস ভুঁইয়া৷ পরে খাদ্য ভবনে গিয়ে মানস ভুঁইয়ার সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। সেক্ষেত্রে আজ মদন মিত্র হাজিরা দেয় কি না সেটাই দেখার ৷